Kartik Purnima 2024: রাসযাত্রা ২০২৪ কবে? কার্তিক পূর্ণিমা ২০২৪র তিথি কখন থেকে শুরু! দেখে নিন সময়, তারিখ
1 মিনিটে পড়ুন Updated: 13 Nov 2024, 12:48 PM ISTএই রাস পূর্ণিমা মূলত ܫশ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে আয়োজিত হয়।
এই রাস পূর্ণিমা মূলত ܫশ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে আয়োজিত হয়।
উৎসবের আবহে এবার আসছে রাস পূর্ণিমা। এদিকে, কার্তিক মাসে পূর্ণিমা তিথি ঘিরেও কার্তিক পুজোর আয়োজনে ব্যস্ত বাংলার নানান প্রান্ত। অনেকেই বিশ্বাস করেন, দেব সেনাপতি কার্তিকের কৃপা থাকলে ঘর ꦡআলো করে আসে পুত্র সন্তান। তবে ধর্মীয় বিশ্বাস বলে, কার্তিক পুজোয় ধন ও সংসারের শ্রীবৃদ্ধিও হয়, ঘরে ধনলাভ হয়, সংসারে আয় বাড়ে বলে বিশ্বাস করা হয়। অনেকে মনে করেন, কার্তিকের আরাধনায় মঙ্গলের গ্রহ অবস্থান জনিত সুফলও পাওয়া যায়।
এই রাস পূর্ণিমা মূলত শ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে আয়োজিত হয়। গোপিনী সহকারে রাধা ও শ্রীকৃষ্ণের বৃত্তাকার নাচের মাধ্যমে রাস যাত্রাকে ঘিরে এই পূর্ণিমা তিথি বিশেষ মাহাত্ম্য রাখে। মথুরা, বৃন্দাবন থেকে ওড়িশা, অসম, মণিপুরে এই রাস যাত্রা উপলক্ষ্যে ব্যাপক ধুমধাম সহকারে আয়োজন হয়। নদিয়ার শান্তিপুরে এই সময় 'ভাঙ্গারাস' এর আয়োজন হয়। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এই রাস উৎসব বেশ তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ প্রেমকে উদযাপনের মাধ্যমেই এই রাস উৎসব উদযাপিত হয়। কথিত রয়েছে শ্রীকৃষ্ণ প্রেমে ভাবিত হয় গ﷽োপিনীরা সংসার ত্যাগ করেন। গোপিনীরা মনে করেন শ্রীকৃষ্ণ একমাত্র তাঁদেরই। গোপিনীদের মনে এই অহংকার আসায় শ্রীরাধাকে নিয়ে শ্রীকৃষ্ণ চলে যান। গোপিনীদের ভুল ভাঙে। তাঁরা শ্রীকৃষ্ণের স্তব করেন। গোপিনীদের মনবাঞ্ছা পূরণে এরপর প্রতি গোপিনীকে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন শ্রীকৃষ্ণ। মূলত, শ্রীকৃষ্ণ প্রেমের উৎসবকেই রাস পূর্ণিমায় উদযাপিত করা হয়।
( Vasꦗtu Tips: বাড়িতে পেঁচার মূর্তি কোনদিকে রাไখা শুভ? কোজাগরী লক্ষ্মীপুজোর আগে রইল বাস্তুটিপস)
রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা ২০২৪ সালে পড়েছে ১৫ নভেম্বর। দিনটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২৯ কার্তিক। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সেদিন ২৯ কার্তিক বা ১৫ নভেম্বর শুক্রবার সকাল𓃲 ৬ টা ২১ মিনিট থেকে তিথি শুরু। তিথি শেষ হবে ২৯ কার্তিক, শুক্রবার ১৫ নভেম্বর রাত ২ টো ৫৯ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি ২৮ কার্তিক, বৃহস্পতিবার থেকে পড়ছে। দিনটি ১৪ নভেম্বর। সেদিন ভোর ৫ টা ১৩ মিনিট ৩১ সেকেন্ড থেকে শুরু।তিথি শেষ হবে ২৯ কার্তিক শুক্রবার, অর্থাৎ ১৫ নভেম্বর রাত ৩ টে ২ মিনিট ৩৯ সেকেন্ডে।