কোজাগরী লক্ষ💜্মীপুজোয় ধনলক্ষ্মীয়🌳 আরাধনায় মেতে ওঠে শিলিগুড়ি থেকে সুন্দরবন। কোনও কোনও বাড়িতে জোড়া ইলিশ দিয়ে পুজো হয়, আবার কোনও বাড়িতে নিরামিষ ভোগে পুজো করা হয় দেবীকে। ধর্মীয় মতে, বিশ্বাস করা হয় যে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে দেবী লক্ষ্মী মর্ত্যে পা রাখেন। আর পূর্ণিমার রাতে এই কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়। শারদ পূর্ণিমায় ওই পুজোর শুভ দিনে দেখে নিন অষ্টলক্ষ্মীর রূপ। অষ্টলক্ষ্মীর কোন রূপের পুজোতে কী ফল লাভ হয় দেখা যাক।
ধনলক্ষ্মী
ধনলক্ষ্মীর পুজোয় দেবী সন্তুষ্ট হলে নানান উৎস থেকে ঘরে অর্থাগম হয়। নানান জায়গা থেকে💧 আসে টাকা। সংসারে আর্থিক সমস্যা থাকলে, তা কেটে যায় ধনলক্ষ্মীর পুজোয়। যাঁর বাড়িতে দেবীকৃপা থাকে তাঁর অর্থাভাব ঘটে না।
( Kojagori Lokhkhi Pujo 2024: কোজাগরী লক্ষ্মীপুজোর ফর্দে এই সামগ্রীগুলি ভু🤪লে যাচ্ছেন না তো! দেখে নিন তালিকা)
ঐশ্বর্য লক্ষ্মী
ঐশ্বর্যলক্ষ্মীর কৃপায় সমাজে মান সম্মানের প্রাচুর্যে ভরে ওঠেন ভক্ত। এই দেবীকে প্রাণ ভরে প্রণাম করলে দেবী তাঁকে সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। মা🎃ন সম্মান লাভে যাঁরা ইচ্ছুক, তাঁরা লক্ষ্মীর এই স্বরূপের কৃপা পান।
আদি লক্ষ্মী
এই রূপে দেবীর আদি রূপকে কল্পনা করে পুজো করা হয়। দেꦰবীর চার বাহু থাকে মূরಌ্তিতে। দেবীর এই রূপটি আধ্যাত্মিক সম্পদের সন্ধানে থাকা ভক্তকে কৃপা করে।
ধন্য লক্ষ্মী
ধান্য লক্ষ্মী (শস্য লক্ষ্মী) কৃষির দেবী। ধান্য লক্ষ্মী হল লক্ষ্মীর একটি দিক যিনি অনুগামীদের তাদের ভরণಞ-পোষণ এবং মঙ্গল করার জন্য সম্পদ প্রদান করেন।