১১ মার্চ মহাশিবরাত্রি। ন💛িজের মনস্কামনা পূরণের জন্য এদিন অনেকেই উপবাস ও পুজো করবেন। নিয়ম-নীতি মেনে শিবের মাথায় জল ঢালবেন সকলে। তবে নিজের রাশি মেনে শিবলিঙ্গের অভিষেক করে নির্দিষ্ট বস্তু অর্পণ করলে ভোলানাথ খুশি হবেন ও ব্যক্তি তাঁর আশীর্বাদ লাভ করবে। এখানে জানুন মহাশিবরাত্রির দিনে রাশি অনুযায়ী কী অর্পণ করলে সুফল মিলবে—
মꦓেষ- এই রাশির জাতকরা ▨মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে গুড় ও জল দিয়ে অভিষেকের পর, লাল প্যাড়া, লাল চন্দন, বেলপাতা, কনেরের ফুল ও সুপুড়ি অর্পণ করুন।
বৃষ- দুধ, দই ও জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এই রাশির জাতকরা। 🧜এর পর চিনি, চাল, সাদা চন্দন ও সাদা ফুল অর্পণ করুন।
𝄹মিথুন- আখের রস দিয়ে শিব লিঙ্গের অভিষেক করা উচিত এই রাশির জাতকদের। এর পর মুগ, দূর্বা ও ⭕কুশ অর্পণ করুন।
কর্কট- ঘি, কাঁচꦆ💯া দুধ দিয়ে অভিষেকের পর চাল ও শঙ্খপুষ্পী অর্পণ করুন।
সিংহ- গুড়ের জল দিয়ে শিবের অভিষেক করুন এই রাশির পুরুষ ও কন্যারা। এর꧂ পর গুড়ের পায়েস ও আকন্দ ফুল অর্পণ করুন।
কন্যা- আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করে ভাঙ্গ, দূর্বা ও পান অর্পণ করু🍎ন।
তুলা- সুগন্ধী🍬 তেল বা আতর দিয়ে শিবের অভিষেক করা উচিত। পাশাপাশি দই, মধু ও সাদা ফুল অর্পণ করুন।
বৃশ্চিক- এই রাশির জাཧতকরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। এর পর লাল রঙের মিষ্টি ও লাল ফুল অর্পণ করুন।
ধনু🙈- হলুদ দুধ দিয়ে শিবের অভিষেক করুন। কেসর, বেসন দিয়ে তৈরি মিষ্টি ও গাঁদা ফুল অর্পণ করুন🐼।
মকর- এই রাশির জাতকরা ডাবের⛄ জল দিয়ে শিবের অভিষেক করুন। বিউলি দিয়ে তৈরি মিষ্টি ও নীলকমল ফুল অর্পণ করলে সুফল পাবেন।
কুম্ভ- তিলের তেল꧒ দিয়ে অভিষেক করুন এই রাশির জাতকরা। বিউলি ডাল দিয়ে তৈরি মিষ্টি অর্পণ করুন মহাদেবকে।
মীন- জাফরান মিশ্রিত দুধ দিয়ে অভিষেক ক😼রার পর নাগকেসর, দই ও চাল অর্পণ করুন।