মহারাষ্ট্রে মহাযুতি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে ক্ষমতায় ফিরতে চলেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু, যেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তা হল - সরকারে বদল না হলেও মুখ্যমন্ত্রী পদে কি বদল হতে চলেছে? একনাথ শিণ্ডে কি আদৌ 𝓰আর মুখ্যমন্ত্রীর কুর্সিতে ব꧟সতে পারবেন?
তথ্যাভিজ্ঞ মহলের একাংশ ইতিমধ্যেই বলতে শু🐼রু করে দিয়েছে, শিণ্ডের কুর্সিতে ফেরার আশা নাকি ক্ষীণ! বরং, তাঁর জায়গায় মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন বর্তমানে তাঁর ডেপুটি, অর্থাৎ - বিদায়ী সরকারের অন্যতম🐈 উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা দেবেন্দ্র ফড়নবীশ।
সেই জল্পনাতেই কার্যত অলিখিত সিলমোহর দিয়ে দিলেন দেবেন্দ্র ফড়নবীশের মা! ইতিমধ্যেই ভোট গণনার যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে - নাগপুর দক্ষিণ-পশ্চিম আসনে দেবেন্দ্র ফড়নবীশের জ𒁃য়ের পথ ক্রমꦕশ প্রশস্থ থেকে আরও প্রশস্থ হচ্ছে।
এই প্রেক্ষাপটে দেবেন্দ্র ফড়নবীশের মা সরিতা ফড়নবীশ সরাসরি বলেন, তাঁর ছেলেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিনিধিকে তিনি বলেন, 'অ💧বশ্যই, ও (দেবেন্দ্র ফড়নবীশ) মুখ্যমন্ত্রী হবে। ও দিনরাত এক করে অক্লান্তভাবে কাজ করেছে। শুধুমাত্র এই মুহূর্তটার জন্যই।'
প্রসঙ্গত, এই মুহূর্তে যে মহাযুতি জোট সরকার মহারাষ্ট্রের ক্ষমতায় রয়েছে, ত🔴ার প্রধান তিন শরিক হল - বিজেপি, শিব সেনা (একনাথ শ🌜িণ্ডে গোষ্ঠী) এবং এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী)।
শনিবার সকালে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে স্পষ্ট হয়ে যায়, বিপুল সংখ্যাগরিষ্ঠতꦐা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে তা🐭রা। এবং সেই জয়যাত্রায় বাকি শরিকদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি।
সেই অঙ্কেই অনেকে মনে করছেন, এবার হয়তো আর মুখ্যমন্ত💃্রীর কুর্সি শিন্ডে সেনার হাতে থাকবে না। তা চলে আসবে বৃহত্তর শরিক বিজেপির হাতে।
এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, তা থেকেই স্পষ্ট 🐟মহারাষ্ট্রের🌜 মোট ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে মহাযুতির ঝুলিতে প্রায় ২৩০টির মতো আসন আসতে চলেছে।
এমন ফলাফলে উচ্ছ্বসিত উপম🌞ুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এর জন্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকেই কৃতিত্ব দিয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুসারে, নাগপুর দক্ষিণ-পশ্চিম আসনে দেবেন্দ্র এগিয়ে রয়েছেন ২০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে।
অন্যদিকে, ভোট গণনার এই ট্রেন্ডে আশ🐓াহত এমভিএ বা মহা বিকা🍬শ আঘাড়ী জোট। তাদের তরফে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বলেন, 'আমরা এমন ফলাফল আশা করিনি। আমাদের সবটা খতিয়ে দেখতে হবে। এবং জনতার আশানুরূপ কাজ করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে।'