কথায় কথায় তিনি বলেন, ‘এক নম্বর’। অথচ নির্বাচনী ময়দানে নেমে নাকানি চোবানি খেতে হল প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খানকে। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ৫৬ লক্ষেরও বেশি। ফ্যানে পেজেও ফলোয়ার সংখ্যা কয়েক লাখ। অথচ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারসোভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে গো-হারান হারলেন এজাজ। ৫৬ লাখের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার থাকা এজাজ খান এখনও পর্যন্ত মাত্র ১০৩টি ভোট পেয়েছেন। যার মধ্যে তাঁর পরিবারের সদস্য সংখ্যা সত্তরের বেশি। আরও পড়ুন-মেয়ের জন্য দু-চোখের পাতা এক করতে পারছেন না! ২১ দিনের কৃষভিকে রꦇেখে কোথায় গেলেন শ্রীময়ী?
নির্বাচন কমিশনের 𒆙ওয়েবসাইট অনুযায়ী, ভারসোভা আসনে ৪৬,৬১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবসেনা ইউবিটি প্রার্থী হারুন খান। ভারসোভা আসনে ৭৪৭ জন ভোটার নোটা ব𒀰েছে নিয়েছেন, সে জায়গায় এজাজ পেয়েছেন মাত্র ১০৩টি ভোট। এই কেন্দ্রে ভোট পড়েছিল ৫১.২ শতাংশ।
৫.৬ মিলিয়নেরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার থাকা সোশ্যাল মিডিয়া স্টার ১০৩ ভোট সুরক্ষিত করতে পেরেছেন দেখে সোশ্যাল মিডিয়ায় মিম☂ের বন্যা। চলছে হাসি-ঠাট্টা।
নীচে কিছু কৌতুক দেখুন:
এক নেটিজেন লেখেন, ‘ইনস্টাগ্রামে ৫.৬ মিলিয়ন ফলোয়ার থাকা এজাজ খান পেয়েছেন ৭৯ ভোট। যখন আপনি বুঝতে পারবেন ꦛযে ১৬ বছরের বাচ্চারা বিগ বসে ভোট দিয়ে আপনাকে বাঁচালেౠও রাজ্য নির্বাচনে ভোট দিতে পারে না’।
কিছু অসমর্থিไত দাবি উঠে আসছে, সেখানে বলা হচ্ছে, এজা🎐জের পরিবারও তাঁকে ভোট দেয়নি। গোটা বিষয় নিয়ে অবশ্য এজাজ কোনও মন্তব্য করেননি।
'বিগ বস খ্যা☂ত আজাজ খান'-এর থেকে বেশি ভোট🐽 পেয়েছে নোটা, লিখেছেন একাধিক নেটিজেন।
ঐতিহ্যগতভাবে কংগ্রেসের শক্ত ঘাঁ✃টি ভারসোভা আসন থেকে মোট ১৬ জন প্রার্থী প্রত✃িদ্বন্দ্বিতা করছেন।
আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) টিকিটে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এজাজ খান। গুজরাতের আহমেদাবাদে জন্ম এজাজের। ২০০৩ সালের ‘পথ’ সিনেমা হাত ধরে কেরিয়ার শুরু করেন এজাজ খান। পরবর্তী সময়ে এজাজকে একতা কাপুরের কেয়া হোগা নিম্মো কা (২০০৭)-ধারাবাহিকে দেখা যায়। এছাড়াও ‘কাহানি হামারে মহাভারত কি’, ‘করম আপনা আপনা’, ‘রাহে তেরা আশীর্বাদ’-সহ বেশ কিছু টেলি ধারাবাহিকে দেখা গিয়েছে। তিনি রিয়েলিটি শো বলিউড ক্লাবেও কাজ করেছেন এবং বিজে🅰তা হয়েছিলেন। বিগ বস-৭ এর ♉প্রতিযোগী ছিলেন এজাজ খান।
২০২১ সালে মাদককাণ্ডে গ্রেফতার করা হয় এজাজকে। মুম্বই বিমানবন্দর থেকে এজাজ খানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। 👍সেসময় এজাজের কাছ থেকে বেশকিছু অ্যালপ্রোজাল ট্যাবলেট পাওয়া যায়, যা বাজারে নিষিদ্ধ। প্রায় দু-বছর জেলবন্দি থাকার পর গত বছর মুক্তি পান অভিনেতা।