জ্যোতিষশাস্ত্💃র অনুযায়ী, মঙ্গল এবং শনির মধ্যে শত্রুতা আছে। আগামী ১৭ মে পর্যন্ত একই রাশিতে শনি এবং মঙ্গলের যুতি থাক🌌বে। যে যুতিকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত অশুভ বলে বিবেচনা করা হয়।
গত ২৯ এপ্রিল সকালে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন শনি। যে গ্রহে আগে থেকেই অবস্থান করছেন মঙ্গল। তার ফলে দুই গ্রহের যুতি তৈরি হয়েছে। সেই যুতির ফলে একা⭕ধিক রাশির জাতকদের সমস্যার মুখে পড়তে হবে। বিভিন্নর💧কম সমস্যার মুখে পড়তে হবে তাঁদের। কোন কোন রাশির জাতকদের সমস্যার মুখে পড়তে হবে, তা জেনে নিন -
কর্কট রাশি- কর্কট রাশির অষ্টম স্থানে হবে শনি এবং মঙ্গলের যুতি।🐟 তার ফলে চোট পেতে পারেন কর্কট রাশির জাতকরা। কর্মক্ষেত্রে কোনও বিপদ এড়িয়ে চলতে হবে। যে কোনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে এড়িয়ে যেতে হবে কর্কট রাশির জাতকদের।
কন্যা রাশি- কন্যা রাশির ষষ্ঠ স্থানে শনি এবং মঙ্গলের যুতি হবে। এই সময় কঠিন পরিশ্রম করতে হবে কন্যা রাশির জাতকদের। খাওয়া-দাওয়ার দিকে বাড়তি ন൲জর দিতে হবে। 🅷খরচের সম্ভাবনা আছে।
আরও পড়ুন: মায়াবী গ্রহের প্রভাবে রাতারাতি অর্থ আস🥀💛ে এই রাশির জাতকদের, আচমকা পান উচ্চপদ