🐈 বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ভূমিপুত্র মঙ্গলের আলাদা মাহাত্ম্য রয়েছে। মঙ্গল গ্রহ, সাহস, পরাক্রম, ভূমি, ক্রোধের কারক। এরফলে মঙ্গলের গতিবিধিতে যদি সামান্য বদল হয়, তাহলে এই ক্ষেত্রগুলিতে প্রভাব পড়তে আরম্ভ করে। আসন্ন সময়ে মঙ্গল, কর্কট রাশিতে প্রবেশ করে যাবেন। তারফলে সব রাশিতে কম বেশি প্রভাব পড়লেও, ৩ রাশিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। দেখা যাক, কোন কোন রাশি লাকি।
বৃশ্চিক
𒁏মঙ্গল আপনার রাশির নবমভাবে সঞ্চরণ করবেন। আপনার সব কাজে ভাগ্যের সহযোগিতা মিলবে। সঙ্গে সঙ্গে দারুন দারুন প্রজেক্ট হাতে আসবে। এই সময়কাল আপনার ভাবনা ইতিবাচক হওয়া শুরু করবে। আপনি নতুন আর দারুন প্রজেক্ট পেতে থাকবেন। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে পারে। চাকরিরতদের আর্থিক উন্নতি পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। কোনও লগ্নি থেকে আপনি বিপুল লাভ পেতে পারেন। ধর্ম, কর্মের কাজে এই সময় বড় লাভ পেতে পারেন।
(✃ Navapancham Rajyog: আর ৪৮ ঘণ্টা পর থেকে মঙ্গল, বুধের কৃপায় পকেট ভরবে কাদের? আসছে নবপঞ্চম যোগ)
তুলা
🅠মঙ্গল গ্রহ আপনার রাশিতে সঞ্চরণ করবেন কর্মভাবে। এই সময় যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন চাকরি। নতুন নতুন উৎস থেকে টাকা রোজগার করতে পারবেন। দাম্পত্য জীবনে নানান সমস্যা আপনাকে বিচলিত করতে পারে। সরকারি কাজেও সাফল্য পেতে পারেন। আপনার ইচ্ছার পূরণ এই সময় পেতে পারেন। আপনি কোনও যোজনা সফল হতে দেখতে পারেন।
ধনু
ಌএই সময়কালে মনের মতো উত্থান দেখতে পাবেন কেরিয়ারে। ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়কাল খুবই শুভ। কেরিয়ারে মনের মতো সাফল্য পেতে পারেন। কোনও প্রপার্টিতে বিনিয়োগ করলে, দীর্ঘ সময় ধরে লাভ পেতে পারেন। চাকরিতে প্রমোশন বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় বিস্তারের সুযোগ পেতে পারেন। নতুন কোনও সুযোগ পেতে পারেন। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে সময় অনুকূল।
কবে রয়েছে এই যোগ?
꧟সেনাপতি মঙ্গল, এপ্রিলের শুরুতেই কর্কট রাশিতে প্রবেশ করবেন। যার ফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্য পাল্টাতে পারে।
൩(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )