বাংলা নিউজ > ভাগ্যলিপি > Raksha Bandhan Shubh Muhurat 2022: আজ কখন পড়ছে রাখিপূর্ণিমা? কতক্ষণ পরানো যাবে রাখি? দেখুন নির্ঘণ্ট
আজ রাখিপূর্ণিমা অর্থাৎ রা🍰খিবন্ধন উৎসব। তবে এখনও রাখিপূর্ণিমা (Rakhi P🦂urnima 2022) পড়েনি। সকাল ১০ টার একটুর আগে পূর্ণিমা তিথি পড়বে। যা শুক্রবার সকাল পর্যন্ত থাকবে। যে সময় বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে।
রাখিপূর্ণিমার নির্ঘণ্ট (Rakhi Purnima 2022 Timings)
- পূর্ণিমা শুরু: বৃহস্পতিবার (২৫ শ্রাবণ, ১১ অগস্ট) সকাল ৯ টা ৫৬ মিনিটে রাখিপূর্ণিমা পড়বে।
- মাহেন্দ্রযোগ: সকাল ৭ টা ১ মিনিটের মধ্যে। সকাল ১০ টা ২২ মিনিট থেকে বেলা ১২ টা ৫২ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ থাকবে।
- পূর্ণিমা শেষ: শুক্রবার (২৬ শ্রাবণ, ১২ অগস্ট) সকাল ৭ টা ৩৭ মিনিটে রাখিপূর্ণিমা ছাড়বে।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী যাবতীয় স🥀ময় দেওয়া হয়েছে।)
কোন রাশির জাতকদের কী রঙের রাখি পরানো উচিত (জ্যোতিষশাস্ত্র অনুযায়ী)?
- মেষ রাশি- মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ। তাই লাল রঙের রাখি পরানো উচিত।
- বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের নীল রঙের রাখি পরানো উচিত।
- মিথুন রাশি- অধিপতি গ্রহ হলেন বুধ। সবুজ রং শুভ হয়।
- কর্কট রাশি- অধিপতি হলেন চন্দ্র। হলুদ এবং সাদা রঙের রাখি ভালো।
- সিংহ রাশি- সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। হলুদ রাখি শুভ বলে বিবেচিত হবে।
- কন্যা রাশি- কন্যা রাশির অধিপতি হলেন বুধ গ্রহ। সবুজ রঙের রাখি শুভ বলে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে।
- তুলা রাশি- তুলা রাশির জাতকদের অধিপতি হলেন শুক্রদেব। সাদা রঙের রাখি শুভ বলে মনে করা হয়।
- বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের জন্য লাল রং শুভ বলে বিবেচিত হবে।
- ধনু রাশি- ধনু রাশির অধিপতি গ্রহ হবেন বৃহস্পতি। হলুদ রাখি শুভ বলে বিবেচনা করা হয়।
- মকর রাশি- মকর রাশির অধিপতি হলেন শনি গ্রহ। তাঁদের নীল রঙের রাখি পরানো শুভ বলে বিবেচনা করা হয়।
- কুম্ভ রাশি- কুম্ভ রাশিরও অধিপতি হলেন শনি। রুদ্রাক্ষ দিয়ে তৈরি বা নীল রঙের রাখি পরানো উচিত।
- মীন রাশি- মীন রাশির অধিপতি হলেন বৃহস্পতি। তাঁদের হলুদ রঙের রাখি পরানো শুভ বলে বিবেচনা করা হয়।