জ্যোতিষশাস্ত্র অনুসারে ন্যায়ের দেবতা শনিদেব। আর তাঁর অবস্থান জ্যোতিষশাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ। শনির গমন ধীর গতিতে হꦛয়। শনি রাশি পরিবর্তন করলেই তার প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ে। শনির সামান্য এগোনে, পিছনোতেই বিপুল প্রভাব পড়ে জনমানসে। ন্যায়ের দেবতা, কর্মফলদাতা শনি এব🗹ার নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে মার্গী হতে চলেছেন। আর তা ১৫ নভেম্বর থেকে হচ্ছেন। শনির মার্গী হতেই বহু রাশির উপর সুপ্রভাব এনে দেবে। কোনও কোনও রাশি আবার কুপ্রভাবের শিকার হবেন। কারা লাকি দেখা যাক।
মেষ
কুম্ভে শনির মার্গী অবস্থার ফলে মেষ রাশির ভাগ্য খুলতে চলেছে। কেরিয়ারে ব্যাপক উন্নতি হবে। ব্যবসায় উন্নতি হবে। আত্মবিশ্বাস বাড়বে। ভাগ্য ভালোর দিকে ꦗযাবে। ধ💖ন সম্পত্তি ও সুখের মুখ দেখবেন।
( অতীন ঘোষের ঘরের পর আজও কলকাতা পুরসভায় ফের সাপ! এই প্রাণীকে আচমকা দেখ🅘লে কী করণীয়? দেখে নিন)
বৃষ
টাকা আসার ফলে ঘরে সুখ শান্তি থাকবে। ভীষণ আনন্দে দিন কাটবে। লাভের সুযোগ পাবেন। ভাগ্যের সঙ্গত সব দিক থেকে পাবেন। চাকরিতে নতুন নতুন সুযোগ পাবেন। কোনও প্রকল্পের 💃হাত ধরে আপনি লাভ পাবেন। মোটা টাকা জমাতে পারবেন।
মিথুন
১৫ নভেম্বরের পর থেকে ভাগ্যেক চাকা ঘুরবে। সব কাজে সাফল্য পাবেন। সব ধরনের ইꦓচ্ছা পূরণ হবে। সাফল্য পাবেন সব দিক দিয়ে। আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলে যাবে। উচ্চ শিক্ষায় ইচ্ছুক ছাত্রদের ইচ্ছা পূরণ হবে।