Shani and Shukra Labh Drishti: শনি ও শুক্রের লাভ দৃষ্টি তৈরি হচ্ছে ৫০ বছর পর! ক'দিন পর থেকেই ভালো সময় বৃষ সহ বহু রাশির
1 মিনিটে পড়ুন Updated: 19 Nov 2024, 04:30 PM ISTশনি শুক্রের লাভ দৃষ্টিতে লাভের মুখ কারা দেখবেন?
শনি শুক্রের লাভ দৃষ্টিতে লাভের মুখ কারা দেখবেন?
জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মফলদাতা শনির মাহাত্ম্য প্রভূত। এছাড়াও শুক্রেরও নানান দিক থেকে রয়েছে প্রভাব। সুখ, সম্পত্তি, বি🦄লাস, প্রেমে শুক্রের তাৎপর্য রয়েছে। এদিকে, ২০২৪ সালের ২২ নভেম্বর, শুক্র ও শনি একে অপরের সঙ্গে ৬০ ও ৩০০ ডিগ্রি কেণে অবস্থান করবে বলে দাবি জ্যোতিষশাস্ত্রের দাবি। এই লাভ দৃষ্টি ৫০ বছর পর তৈরি হচ্ছে বলে দাবি জ্যোতিষমতের। দেখা যাক, শুক্র ও শনির মুখোমুখি এমন কৌণিক অবস্থানের ফলে কোন কোন রাশি দেখতে চলেছে সু🐬খের মুখ? রইল সেই হদিশ।
শুক্র ও শনি, একে অপরের সঙ্গে লাভ দৃষ্টিতে থাকতে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে নানান ধরনের প্রভাব পড়তে চলেছে। 🅷এরফলে কিছু রাশির ভাগ্যে আবার তীব্র উন্নতির রেখা দেখা যাবে। জ্যোতিষমতে দেখে নেওয়া যাক, শনি ও🎃 শুক্রের লাভ দৃষ্টিতে কারা কারা সুখের মুখ দেখতে চলেছেন।
( Rahu Ketu Gochar: রাহু-কেতুর গোচরে সৌভা💖গ্যে ফুলে ফেঁপে উঠবে ধনু, মিথুন সহ বহু রাশি! লাকি কারা?)
বৃষ
আপনার কাজ করার শৈলীতে আগের থেকে ঔজ্জ্বল্য আসবে। আপনি কোনও প্রকল্প ভেবে থাকলে, তা সফল হয়ে যাবে। আপনি যদি কোনও নতুন চাকরির খোঁজ করেন, তাহলে তা সফল হবে। পাবেন চাকরি। আপনি একটি নতুন কোম্পানিতে চাকরি প🥃াবেন। আপনার রোজগার ভালো হবে। আপনি ভালো সংস্থায় চাকরি পেতে পারেন। আপনার আয় বাড়তে পারে। আপনার জীবন ধারণ উঁচু হবে। বেতন বাড়তে পারে। কর্মস্থলের পরিসর বাড়তে পারে, ব্যবসায়ীদের ভালো লাভ হবে।