বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে, সময়ে সময়ে গ্রহগুলি কখনও নিচের স্বরাশি, কখনও নিজের উচ্চ রাশি আবার কখনও নিজের নিম্মরাশিতে গোচর করতে পারে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। ২০২৫ সালের মধ্যে আসন্ন সময় সূর্য যাবেন সি🍃ংহ রাশিতে। তারফলে বহু রাশির ভাগ্যে আসতে চলেছে লাভের অঙ্ক। কারা হবেন লাকি, কাদের ভাগ্যে রয়েছে উন্নতি, তার হদিশ দিচ্ছে রাশিফল।
সিংহ
সূর্যদে💫ব আপনার রাশির লগ্নস্থানে আধিপত্য বিস্তার করতে চলেছেন। আপনার আত্মবিশ্বাসে হতে চলেছে বৃদ্ধি। যাঁরা প্রতিষ্ঠিত তাঁদের সঙ্গে আপনার মেলামেশা বাড়বে। যার সোজাসুজি লাভ আপনি পেতে আরম্ভ করবেন। কেরিয়ারে তুমুল অগ্রগতি দেখা যাবে। পার্টনারশিপের কাজে ♕আসবে লাভ। দাম্পত্য জীবন মধুরতার দিকে যাবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে।
(জল🍃ের নিচে হদিশ পায় শত্রুর ভেসেলের! MIGMর সফল পরীক্ষা নৌসেনার, পাকের 'ফতেহ' টেস্টকে জবাব?)
( উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য 𒅌ক্ল⛦িক করুন এই লিংকে)
( ‘পাকিস্তান শান্তি চায়🅷..’, বলেই গালভরা হুমকির বন্যা পাক সেনাপ্রধান আসিম মুনিরের☂!)
( ১৯৭১র পর ভারতে প্রথম মক ড্রিল রাত পোহালেই! সাইরেন বাজলে✱ই… ফোকা🎐সে কী কী থাকছে?)
ধনু
এই সময় ভাগ্যের সহযোগিতা মিলতে পারে সব ক্ষেত্রে। এই সময় দেশ বিদেশে যাত্রা করতে পারেন। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে ন🐎িযুক্ত থাকতে পারেন। সুখ সুবিধা বাড়বে। কর্মক্ষেত্রে বাড়বে মান সম্মান। পদোন্নতির সুযোগ আসতে চলেছে। নতুন গাড়ি, সম্পত্তি কেনার যোগ আসবে। আর্থিক পরিস্থিতিতে আগের থেকে পরিস্থিতি ভালোর দিকে যাবে। বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
বৃশ্চিক
আপনার গোচর কুণ্ডলীতে কেরিয়ার আর কর্মস্থ🌠লের ভাবে অবস্থান করছেন সূর্যদেব। ফলে কাজের দিক থেকে আপনি প্রভূক উন্নতি করতে পারেন এই সময়। এই সময় নতুন কাজের শুরু করতে চলেছেন। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। বিদেশযাত্রা বা বিদেশ থেকে লাভের যোগ মি💯লবে। চাকরিরতদের পদোন্নতির যোগ মিলবে। ব্য়বসায়ীদের ভালো ধনলাভ হতে পারে।
কবে রয়েছে এই গোচর?
২০২৫ সালের অগস্ট মাসে রয়েছে এই গোচর। এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিক💦ারা লাভের মুখ দেখতে চলেছেন। গোচর লাভদায়ক হতে চ🌃লেছে বহু রাশির জাতক জাতিকার জন্য।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যত🌟া য🌜াচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)