IPL 2025-র ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স। আজ এই ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। একটা সময় পর্যন্ত এবারে নিচের দিকেই ছিল এমআই, কিন্তু ঠিক সময়ই তাঁরা জ্বলে উঠেছে। পরপর ম্যাচ জিতে এখন তাঁরা প্লে অফের দৌড়ে বেশ ভালো জায়গ🎐ায় রয়েছে। গুজরাটকে হারাতে পারলেই তাঁরা ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ প্রায় পাকা করে ফেলবে।
গুজরাট টাইটান্সের কাছেও প্লে অফের অঙ্কটা সহজই। এখꦜনও তাঁদের হাতে ৪টি ম্যাচ রয়েছে। দরকার কমপক্ষে পয়েন্ট, আর আজকের ম্যাচ জিতলেই তাঁরা ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। সাধারণত ১৬ পয়েন্ট পেলেই দল প্লে অফে চলে যায়, তাই শুভমন গিল-সাই সুদর্শনরাও চাইবেন নিজেদের ভালো ফর্ম ওয়াংখেড়েতেওꦿ ধরে রাখতে।
ভাইরাল রশিদ-SKY এর ভিডিয়ো
মুম্বই ইন্ডিয়ান্সের এই পারফরমেন্সের মূল কারণ কিন্তু সূর্যকুমার যাদবের তুখোর ফর্ম এবং জসপ্রীত বুমরাহ-র নিয়ন্ত্রিত বোলিং। তাঁরা দুজনেই মুম্বই ইন্ডিয়াꦓন্সের জয়ের ভিত গড়ে দিয়েছেন শেষ কয়েকটি ম্যাচে। প্রথম দিকের ম্যাচে বুমরাহ না থাকায় মুম্বই পর♏পর হারছিল। তিনি আসতেই বদলে যায় দলের চিত্রটা। আর এবার মুম্বই -গুজরাট ম্যাচের আগেই দুই দলের ক্রিকেটাররা মাতলেন মজাদার আড্ডা এবং লেগ পুলিংয়ে।
ম্যাচের আগে খুনসুটিতে তারকারা
ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স দল অনুশীলন করছিল। এরপর সূর্যকুমার একটু ফ্রি হতেই তাঁর ক🔜াছে এলেন রশিদ খান। এসেই তাঁর কাছে জানতে চাইলেন, SKY-র স্টাই🌼লের সুপ্লা শটটি ঠিক কিভাবে তিনি মারেন। এরপর ভারতীয় দলের টি২০ অধিনায়কও মজাদার ঢংয়ে আফগান স্পিনারকে দিলেন উত্তর।
তুমি করলে ডান্স, আর আমি করলে…?
রশিদ খানের প্রশ্ন শুনে তখন সূর্যকুমার মনে করিয়ে দেন, অক্রিকেটায় শট কিন্তু রশি♈দও অনেক সময় খেলেন, কিন্তু আলোচনা হয় স্রেফ তাঁর শট নিয়েই। সূর্য বলে ওঠেন, ‘আচ্ছা, তুমিও তো স্নেট শট মারো। তার বেলা? তুমি করলে সেটা ডান্স, আর আমি করলে সেটা…. ’। এরপরই সেই মজার আড্ডায় যোগ দেন ভারতীয় দলে সূর্যর সতীর্থ মহম্মদ সিরাজ, তিনজনকౠেই মজাদার খুনসুটিতে মাততে দেখা যায়।
IPL 2025 ভালো যায়নি রশিদের
প্রসঙ্গত সূর্যকুমার যাদব, মহম্মদ সিরাজের মতোই ভারতে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে রশিদ খানের। আফগানিস্তানের এই✨ ক্রিকেটার বরাবরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের এবং ভারতীয় বোর্ডকে সম্মান জানান। কারণ ভারতীয় বোর্ডও তাঁদের ক্রিকেটের উন্নতির জন্য অনেক সাহায্য করে থাকে। যদিও এবারের আইপিএলে রশিদের তেমন ভালো যায়নি, ১০ ম্যাচে নিয়েছেন মাত্র ৭ উইকেট। ইকোনমি ৯.৫১। ফলে তিনি চাইবেন প্লে অফের আগেই ঘুরে দাঁড়াতে।