বৈভব সূর্যবংশী কি বিহার ছাড়ছে? এটা কি সত্যি? বিহার থেকে আগেও অনেক দুর্দান্ত ক্রিকেটার উঠে এসেছেন, কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে খেলতে হলে তাদের বিহার ছাড়তে হয়েছে। তাহলে কি বৈভব সূর্যবংশীও এখন একই পথ অনুসরণ করবে? আর এই কারণেই কি ১৪ বছরের কিশোর বিহার ছেড়ে যাবে? হঠাৎ করে কেন বৈভবের বিহার ছাড়ার প্রসঙ্গ এল, একথা ভাবছেন তো? এর সূত্র ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত। সিএবি বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রহ দেখিয়েছে। শুধু সিএবি নয়, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনও বৈভবকে তাদের রাজ্য দলে খেলাতে আগ্রহী। আর এর পর থেকেই তার বিহার ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
বাইরের রাজ্যের বড় প্রস্তাব রয়েছে বৈভবের কাছে
বৈভব সূর্যবংশী বিহার ছেড়ে যাবে কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি। খবর অনুযায়ী, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসসিয়েশন বৈভবকে রাজ্য দলে নিতে মুখিয়ে রয়েছে। বৈভবের কোচও চান, বিহারের বাইরে বের হোক তাঁর ছাত্র। তিনি বলেছেন, ‘বিহার উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের জন্য আদর্শ নয়। একজন কোচ হিসেবে, আমি চাইব ও অবিলম্বে বিহার ছেড়ে চলে যাক।’
আরও পড়ুন: IPL 2025 ফাইনালের দিনই টিম ইন্ডিয়ার প্লেয়াররা উড়ে যাবেন ইংল্যান্ডে, বড় সিদ্ধান্ত BCCI-এর
বাংলার হয়ে খেলার সুবিধা কী হবে, জানালো সিএবি
এখন প্রশ্ন হল, বৈভব সূর্যবংশী কেন বাংলায় যোগ দেবেন? আর, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কেন এই বিষয়ে ভাবছে? সিএবি এই প্রশ্নের উত্তরে বলেছে যে, বৈভব সূর্যবংশী যদি বিহারের পরিবর্তে বাংলা থেকে খেলে, তাহলে ভারতীয় নির্বাচকেরা তার উপর কড়া নজর রাখবে। আর তখন তার পক্ষে টিম ইন্ডিয়ায় পৌঁছানো সহজ হতে পারে।
বিহার ছেড়ে যাই বাংলায় যোগ দেওয়া ক্রিকেটারদের তালিকা বেশ লম্বা
বৈভব সূর্যবংশী কি বিহার ছাড়বে? সে কি বাংলা দলে যোগ দেবে? বর্তমানে, এই বিষয়গুলি কেবল জল্পনা। কিন্তু, যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে বৈভবও বিহার ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলা প্লেয়ারদের লম্বা তালিকায় যোগ দেবে। ঠিক যেমন ইশান কিষাণ ঝাড়খণ্ড থেকে খেলেছেন। আকাশদীপ এবং মুকেশ কুমার বাংলার হয়ে খেলেন। তার আগে, প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাবা করিমও বাংলার হয়ে খেলার পর টিম ইন্ডিয়ায় পৌঁছেছিলেন। প্রসঙ্গত ২০২৫ সালের আইপিএলে খেলা ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ে।