জিতলে ভারতের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে। তবে বুধবার যদি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসে ভারতীয় দল, তবে আসন্ন বিশ্বকাপের আগে হরমনপ্রীতদের মনোবলে বড়সড় ধাক্কা লাগতে পারে। যদিও এক্ষেত্রে শেষ লিগ ম্যাচে হেরেও ভারতের ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে।
এবছর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। কার্যত বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় ওয়ান ডে টুর্নামেন্ট। ভারত ও শ্রীলঙ্কা ছাড়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের লিগ পর্বে ৩টি দল একে অপরের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলার কথা। তার পরে লিগ টেবিলের প্রথম ২টি দল নিজেদের মধ্যে ফাইনাল ম্যাচে মাঠে নামবে।
ভারত প্রথম লেগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। তবে ফিরতি লেগে শ্রীলঙ্কার কাছে হেরে যায়। যদি বুধবার লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় ভারতীয় দল, তবে ৪ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়াবে ৪ পয়েন্ট।
শ্রীলঙ্কা ভারতের কাছে ১টি ম্যাচ হারলেও ১টি ম্যাচে জয় পেয়েছে। তারা ১টি ম্যাচে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকেও। সুতরাং, শ্রীলঙ্কা যদি দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ম্যাচে হেরে যায়, তবে তারাও ৪ পয়েন্টে আটকে যাবে।
অন্যদিকে নিজেদের প্রথম ২টি ম্যাচে যথাক্রমে ভারত ও শ্রীলঙ্কার কাছে পরাজিত হওয়া দক্ষিণ আফ্রিকা যদি ফিরতি লেগের ২টি ম্যাচে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তবে তারাও ৪ পয়েন্টে আটকাবে। অর্থাৎ, সেক্ষেত্রে তিন দলের সংগ্রহেই থাকবে ৪ পয়েন্ট করে। নেট রান-রেটে যে ২টি দল এগিয়ে থাকবে, তারাই ফাইনালে উঠবে।
আরও পড়ুন:- কবে শুরু, কারা খেলবে, কত টাকা খরচ করা যাবে, নিলামের আগে দেখুন মুম্বই T20 লিগের খুঁটিনাটি
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের নেট রান-রেট সব থেকে ভালো। তাই তারা যদি দক্ষিণ আফ্রিকার কাছে অভাবনীয় ব্যবধানে না হারে, তবে দুশ্চিন্তার কারণ নেই। সেক্ষেত্রে শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে হারলে তাদের নেট রান-রেট আরও কমবে। নেট রান-রেটে কোনও এক দলের থেকে এগিয়ে থাকলেই ফাইনাল খেলবে ভারতীয় দল।
ভারত যদি দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট ব্যবধানে হারে এবং শ্রীলঙ্কা যদি দক্ষিণ আফ্রিকার কাছে নামমাত্র ব্যবধানে পরাজিত হয়, একমাত্র তখনই টিম ইন্ডিয়ার ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভারত যদি দক্ষিণ আফ্রিকার কাছে হারে এবং শ্রীলঙ্কা যদি দক্ষিণ আফ্রিকাকে শেষ ম্যাচে হারিয়ে দেয়, সেক্ষেত্রে হরমনপ্রীতদের ফাইনাল খেলা আটকাবে না।
ত্রিদেশীয় ওয়ান ডে টুর্নামেন্টের পয়েন্ট টেবিল
১. ভারত- ৩ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট +০.৪৪৩)।
২. শ্রীলঙ্কা- ৩ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট -০.১৬৬)।
৩. দক্ষিণ আফ্রিকা- ২ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -০.৩৫৬)।