আগামিকাল (বুধবার) উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। মাধ্যমিকের ফলাফল যেমন বেশ সকালের দিকেই প্রকাশিত হয়েছিল, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে সেরকম হবে না। নিজেদের ফলাফল জানার জন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। কারণ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বুধবার বেলা ১২ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। প্রতিবারের মতোই উচ্চমাধ্যমিকে পাশের হার, মেধাতালিকার মতো বিভিন্ন বিষয়ে জানাবেন সংসদ সভাপতি-সহ অন্যান্য আধিকারিকরা। তারপর দুপুর ২ টো থেকে ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আর সেটার জন্য 'হিন্দুস্তান টাইমস বাংলা' তো আছেই। 'হিন্দুস্তান টাইমস বাংলা' থেকেই সকলের আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
অনলাইনে উচ্চমাধ্যমিকের ফলাফল কীভাবে দেখতে হবে?
১) ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় আসতে হবে।
২) উপরের দিকেই ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫ LIVE’ আছে। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে (তাই আগে থেকেই নিজেদের কাছে অ্যাডমিট কার্ড রাখার পরামর্শ দেওয়া হচ্ছে)। তারপর ক্লিক করতে হবে ‘ফলাফল চেক করুন’ বাটনে।
৪) তাহলেই স্ক্রিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। কোন বিষয়ে প্রাপ্ত নম্বর কত, থিওরিতে কত নম্বর উঠেছে, প্র্যাকটিকালে প্রাপ্ত নম্বর কত, প্রতিটি বিষয়ে মোট নম্বর কত, পার্সেন্টাইল কী, সর্বমোট নম্বর কত, প্রাপ্ত নিরিখে গ্রেড মিলেছে, সার্বিকভাবে পার্সেন্টাইল কী, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন।
৫) শুধু তাই নয়, মার্কশিটও ডাউনলোড করে রাখতে পারবেন। রেজাল্টের ওই পেজেরই নীচের দিকে ‘ডাউনলোড’ অপশন আছে। তাতে ক্লিক করলেই মার্কশিটের সফট কপি ডাউনলোড হয়ে যাবে। তা প্রিন্ট-আউট করে ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখুন এক ক্লিকেই - ক্লিক করুন এখানে
আরও পড়ুন: JEE Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
কবে উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট পাবেন?
আর উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ডকপি পাওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। সংসদের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০ টা থেকে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: Career Tips: কাজের সুযোগ প্রচুর! উচ্চমাধ্যমিকের পরে বেছে নিতে পারেন এই ফিল্ড, টিপস শিক্ষকদের
সংসদের তরফে আরও জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের ৫৫টি কেন্দ্র থেকে মার্কশিট এবং সার্টিফিকেট নিতে পারবেন স্কুলের প্রতিনিধিরা। যা পরবর্তীতে নিজেদের স্কুল থেকে পাবেন পরীক্ষার্থীরা। সংশ্লিষ্ট মহলের ধারণা, বৃহস্পতিবারই তাঁরা হাতে মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবেন।