🥃 জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য দেবকে গ্রহদের রাজা মনে করা হয়। সূর্যদেব হলেন, মান সম্মান প্রতিষ্ঠা, আত্মবিশ্বাসের কারক। আসন্ন সময়ে, বাংলা নববর্ষের আগে, সূর্যদেবের অবস্থানের জেরে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে ফিরবে আত্মবিশ্বাস। এরইসঙ্গে নববর্ষের আগে, বহু রাশির ভাগ্যে রয়েছে সূর্যের কৃপায় প্রাপ্তি। আসছে সূর্যের গোচর। দেখা যাক, কাদের ভাগ্যে কী কী আসতে পারে। কবে রয়েছে গোচর, তাও দেখে নেওয়া যাক।
মিথুন
🙈আপনাদের জন্য়, সূর্য গোচর খুবই লাভদায়ক। সূর্যদেব আপনাদের গোচর কুণ্ডলীতে একাদশতম স্থানে রয়েছে। ফলে আয়ের নতুন নতুন রাস্তা খুলে যেতে পারে। ঘর ও সম্পত্তির সঙ্গে জড়িত কাজে পেতে পারেন সাফল্য। সমাজে মান সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে হবে উন্নতি। ব্যবসায় আপনার পরিশ্রম নতুন চমক নিয়ে আসবে। এই সময় আপনি যে কাজ করবেন, সেই কাজ থেকেই আসবে লাভ। আপনি সঠিক পরিচিতি পাবেন। যার ফলে আপনার সমাজে উচ্চ স্থান তৈরি হবে। আপনি বিনিয়োগ থেকে লাভ পাবেন।
কর্কট
ཧসূর্যদেব আপনার রাশিতে কর্মভাবে বিচরণ করবেন। এই সময় কাজের দিক থেকে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন। কেরিয়ারে প্রমোশনের নতুন নতুন সুযোগ আসতে চলেছে। আর্থিক দিক থেকে এই সময় বেশ লাভ দায়ক হতে পারে। ব্যবসায়ীরা এই সময় ভালো কিছু অর্ডার পেতে পারেন। ফলে ধনলাভের যোগ তৈরি হবে। ব্যবসার বিস্তার হবে।
সিংহ
✨সূর্যদেব আপনার রাশিতে ভাগ্য আর বিদেশের স্থানে সঞ্চরণ করছেন। এই সময় আপনি আপনার ভাগ্যের সহযোগিতা পাবেন।এই সময় আপনি কাজের সূত্রে কোথাও যেতে পারেন। জীবনের নানান ক্ষেত্রে পাবেন সাফল্য। কর্মক্ষেত্রে ও আর্থিক দিক দিয়ে আপনি বিপুল সাফল্য পাবেন। এই সময়টি স্বাস্থ্যের দিক থেকে খুবই লাভ দেবে আপনাকে। আপনি কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে যোগ দিতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্ররা লাভ পাবেন।
কবে রয়েছে সূর্যের গোচর?
🦩১৪ এপ্রিল সূর্যদেব নিজের উচ্চ রাশি মেষে প্রবেশ করতে চলেছেন। আর ১৫ এপ্রিল রয়েছে বাংলা নববর্ষ। ফলে নববর্ষের আগেই সূর্যদেবের কৃপায় উন্নতির মুখ দেখতে পাবেন অনেকে।
෴( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )