২০২৫ সালে💜র দ্বিতীয় সূর্যগ্রহণ রয়েছে আজ শনিবার। এই গ্রহণ যেহেতু জ্যোতিষমতে শনি অমাবস্যায় পড়ছে তাই এর মাহাত্ম্যও আলদা। শনিদেবের পুজোর দিনে এই অমাবস্য় তিথিতে রয়েছে সূর্যাগ্রহণ। এর শুভাশুভ ফল নিয়ে অনেকেই বেশ উদ্বিগ্ন। এদিকে, গ্রহণ ঘিরে হিন্দুশাস্ত্রে রয়েছে বহু মান্যতা। সেই অনুসারে দেখে নেওয়া যাক, আজ সূর্যগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে? আর তা কতক্ষণ স্থায়ী থাকবে💎। একই সঙ্গে নজর রাখা যাক, ২০২৫ সালের পরবর্তী সূর্যগ্রহণ কবে পড়ছে, তার দিকেও।
ভারতে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ?
প্র🐻সঙ্গত, এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এবং রাশিয়ার উত্তর অঞ্চল থেকে আজ ২৯ মার্চের সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে যেহেতু এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এই গ্রহণের সূতককাল লাগু হচ্ছে না।
( ⛎Chaitra am🌳avasya 2025 Time: চৈত্র অমাবস্যা ২০২৫ আজ আর কতক্ষণ থাকছে? রইল তিথি, সূর্যগ্রহণের সময়কাল)
২৯ মার্চ ২০২৫র সূর্যগ্রহণ কখন শুরু?
পঞ্জিকা অনুসারে এই গ্রহণ স্পর্শ আরম্ভ বেলা ২ টো ২১ মিনিট থেকে। গ্রহণ মধ্য রয়েছে বিকেল ৪ টে ১৭ মিনিটে। গ্রহণ মোক্ষ, অর্থাৎ গ্রহণ শেষ হতে চলেছে আজ সন্ধ🌊্যা ৬ টা ১৪ মিনিটে। গ্রহণ মূলত, ৩ ঘণ্টা ৫৩ মিনিট ধরে চলবে এই গ্রহণ।
২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে?
২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ রয়েছে ২৯ মার্চে। আর দ্বিতীয় সূর্যগ্রহণ রয়েছে, ২১ সেপ্টেম্বর। প্রসঙ্গত চলতি বছরে দুর্গাপুজো পড়েছে সেপ্টেম্বরে। তার আগে ২১ সেপ্টেম্বর রয়েছে মহালয়া। এদিকে, বলা হচ্ছে, ২০২৫ সালের দ্বিত♈ীয় সূর্যগ্রহণ রয়েছে সেপ্টেম্বরের ২১ তারিখ।
গ্রহদের অবস্থান:-
এদিকে সূর্যগ্রহণের দিনে একের পর এক দুর্লভ যোগ রয়েছে। আজই রাশি পরিবর্তন করছেন শনিদেব। 🦋এদিকে আজই রয়েছে শনি অমাবস্যা। এদিকে,ওই মীন রাশিতেই আজ সূর্যদেব, শুক্র, রাহু, বুধ ও চন্দ্রের সঙ্গে অবস্থান করছে। তারফলে একাধিক রাশির ভাগ্যে সৌভা🐭গ্যের বন্যা বইবে। এই দুর্লভ যোগের ফলে ধনু, মকর সহ একাধিক রাশি লাভের মুখ দেখতে চলেছে। গ্রহণের সময় গ্রহগুলির মধ্যে বৃষ রাশিতে থাকবেন বৃহস্পতি।কেতু থাকবেন কন্যা রাশিতে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেন হিন্দুস্তান𒊎 টা🦹ইমস বাংলা।)