একদিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হার দিয়ে আইপিএল ২০২৫ অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে নিজেদের ডেরায় পঞ্জাব কিংসের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে গুজরাট টাইটানসকে। টুর্নামেন্টের শুরুতেই হারতে হলে যথাযথ 𝓡কম্বিনেশনের খোঁজে প্রথম একাদশে রদবদল করার মাসকিতা দেখা যায় আইপিএল দলগুলির মধ্যে।
যদিও মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশে বাধ্যতামূলভাবে অন্তত একটি পরিবর্তন করতেই হবে। কেননা চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ🐬ে নির্বাসিত ছিলেন মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অবধারিতভাবে দলে ফিরছেন। পান্ডিয়াকে সম্ভবত জায়গা ছেড়ে দেবেন রবিন মিঞ্জ।
ঝাড়খণ্ডের তরুণ উইকেটকি🌊পারকে চেন্নাই ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ব্যবহার করে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও তিনি মোটেও নজর কাড়তে পারেননি। সিএসকের বিরুদ্ধে ৯ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন রবিন। মুম্বইয়ের হয়ে গত ম্যাচে উইকেটকিপিং করেন রায়ান রিকেলটন।
ইমপ্যাক্ট প্লেয়ার-সহ মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য ১২ জন
রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ✱হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু ও বিগনেস📖 পুথুর।
ইমপ্যাক্ট প্লেয়ার-সহ গুজরাট টাইটানসের সম্ভাব্য ১২ জন
শুভমন গ𝓡িল (ক্যাপ্টেন), সাই সুদর্শন, জোস বাটলার (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর্শাদ খানꦉ, সাই কিশোর, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।
মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মোট ৫ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। ৩টি ম্যাচ জিতেছে গুজরাট। ২টি ম্♔যাচ জিতেছে মুম্বই। সুতরাং, মুখোমুখি লড়াইয়ে꧙র ইতিহাস অল্প হলেও গুজরাটের দিকে ঝুঁকে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ স্কোয়াড
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, শ্রীজিৎ কৃষ্ণন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), বেভন জন জেকবস, করবিন বশ, মিচেল স্যান্টনার, নমন ধ🍨ীর, রাজ বাও🃏য়া, উইল জ্যাকস, অর্জুন তেন্ডুলকর, অশ্বনী কুমার, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, করণ শর্মা, রিস টপলি, ট্রেন্ট বোল্ট, বেঙ্কট সত্যনারায়ণ, বিগনেশ পুথুর, মুজিব উর রহমান।
গুজরাট টাইটানসের সম্পূর্ণ স্কোয়াড
শুভমন গিল (ক্যাপ্টেন), শেরফান রাদারফোর্ড, গ্লেন ফিলিপস, জোস বাটলার, কুম🐼ার কুশাগ্র, অনূজ রাওয়াত, নিশান্ত সিন্ধু, মহীপাল লোমরোর, ওয়াশিংটন সুন্দর, আর্শাদ খান, সাই💝 কিশোর, জয়ন্ত যাদব, করিম জানাত, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানব সুতার, জেরাল্ড কোয়েটজি, গুরনূর ব্রার, ইশান্ত শর্মা, কুলবন্ত খেজরোলিয়া, রশিদ খান।