দীর্ঘ ১৭ বছর পরে ঘরের মাঠে আরিসিবির কাছে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস। নিজেদের ডেরায় বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাইয়ের আধিপত্য খর্ব হলেও শুক্রবার মহেন্দ্র সিং ধোনি গড়ে ফেলেন দুর্দান্ত এক ব্যক্তিগত নজির। তিনি এক্ষেত্রে ভেঙে দেন সুরেশ রায়নার সর্বকালীন রেকর্ড। চিন্নাথালাকে টপকে🐠 সিএসকের অভিজাত তালিকার শীর্ষে উঠে আসেন থালা।
শুক্রবার চিপকে আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে ꦜধোনি নয় নম্বরে ব্যাট করতে নামেন। হার নিশ্চিত হয়ে যাওয়া ম্যাচে ধোনি শেষ বেলায় দর্শকদের মনোরঞ্জন করেন চার-ছক্কায়। ধোনি ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩০ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন।
আরসিবির বিরুদ্ধে 🗹এমন দাপুটে ইনিংস খেলার পথে ধোনি আইপিএলে চেন্নাইয়ের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহ করার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেন। লক্ষ্যে পৌঁছতে ধোনির দরকার ছিল ১৯ রান, যা তিনি অনায়াস♔ে টপকে যান। আরসিবি ম্যাচের পরে চেন্নাইয়ের হয়ে আইপিএলে ধোনির ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৪৬৯৯ রান। তিনি সিএসকের হয়ে ২৩৬টি আইপিএল ম্যাচের ২০৪টি ইনিংসে ব্যাট করতে নেমে এমন কৃতিত্ব অর্জন করেন।
এতদিন আইপিএলে চেন্নাইয়ের হয়ে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল সুরেশ রায়নার দখলে। রায়না সুপার কিংসের হয়ে ১৭৬টি আইপিএল ম্যাচের ১৭১টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৪৬৮৭ রান সংগ্রহ করেছেন। রায়না চেন্নাইয়ের হয়ে আইপিএলে ১টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরি করেছেন🦩। ধোনি সিএসকের হয়ে আইপিএলে কোনও সেঞ্চুরি করেননি, তবে ২২টি হাফ-সেঞ্চুরি করেছেন।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে সব থেকে বেশি রান
১. মহেন্দ্র সিং ধোনি- ৪৬৯৯ রান।
২. সুরেশ রায়না- ৪৬৮৭ রান।
৩. ফ্যাফ ডু'প্লেসি- ২৭২১ রান।
৪. রুতুরাজ গায়কোয়াড়- ২৪৩৩ রান।
৫. রবীন্দ্র জাদেজা- ১৯৩৯ রান।
যদিও সব টুর্নামেন্ট মিলিয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে সব থেকে বেশি রান করার রেকর্ড এখনও সুরেশ রায়নার দখলেই রয়ে♛ছে। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে রায়না চেন্নাইয়ের হয়ে ২০০টি ম্যাচের ১৯৫টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন সাকুল্যে ৫৫২৯ রান।
এই নিরিখে ধোনি রয়েছেন রায়নার পিছনে সার্বিক তালিকার দ্বিতীয় স্থানে। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ২৬💧০টি ম্যাচ খেলেছেন। তিনি সংগ্রহ করেছেন সাকুল্যে ৫১৪৮ রান।