মাত্র কয়েকদিনে শনির🐻 এক রাশি থেকে বেরিয়ে অপর রাশিতে প্রবেশ করবে বুধ। বর্তমানে এই গ্রহ মকর রাশিতে বিচরণ করছে। ৬ মার্চ সকাল ১১টা ৩১ মিনিটে মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। চলতি বছর প্রথমবার রাশি পরিবর্তন করবে বুধ। আগামী বছর পর্যন্ত কুম্ভ রাশিতেই বিরাজ করবে গ্রহের যুবরাজ। তার পর বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে এই গ্রহ।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোষ্ঠির লগ্নে উপস্থিত বুধ যে কোনও জাতককে শꦰারীরিক সৌন্দর্য, বুদ্ধিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ, তর্কশক্তি প্রদান করেন। এমন জাতক মানসিক দিক দিয়ে শক্তিশালী হন। বুধকে বুদ্ধি, ব্যবসা, বাণী, চাতুর্যের কারক গ্রহ মনে করা হয়। বুধের রাশি পরিবর্তন একাধিক গ্রহের ওপর শুভ প্রভাব বিস্তার করলেও, ৩টি রাশির জাতককে সতর্ক থাকতে হবে।
কর্কট- বুধের গোচরের ফলে কর্কট রাশির জাতকদের নিজে কর্মজীবনে অধ💟িক সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে তাঁরা যে কোনও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। আবার কোনও লগ্নির বিষয়েও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়কালে সম্পর্কের বিষয় আবেগপ্রবণ হতে পারেন কুম্ভ রাশির জা𒁏তকরা।
কন্যা- এ সময় কন্🐼যা জাতকদের অধিক পরিশ্রম করতে হবে। সহকর্মীদের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। অনাবশ্ܫযক ব্যয় বাড়ার পাশাপাশি লগ্নিতে ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন।
কুম্ভ-🌠 কর্মক্ষেত্রে কোনও ধরনের ঝুঁকি নেবেন না। তা না-হলে বড়সড় লোকসান হতে পারে। এ ছাড়াও স্টক মার্কেট ও শেয়ার মার্কেটে বড়সড় লগ্নি ক🌺রবেন না।