বাস্তুশাস্ত্র খুব গুরুত্বপূর্ণ। হিন্দুধর্ম অনুসারে যখন কোনও বাড়ি বানানো হয়, তার বাস্তুর দিকটি মাথ💧ায় রাখা জরুরি। অর্থাৎ, বাড়ির মূল ফটক বা দরজা কোন দিকে থাকবে, বাড়ির রান্নাঘর, বাথরুম কোথায় হবে। কোন দিকে ঠাকুরঘর বানাতে হবে ইত্যাদি। তাছাড়াও বাড়ির ভেতরে আলমারি কোথায় রাখবেন, কোথায় ড্রেসিং টেবিল রাখা উচিত সব কিছুরই উ🍌ল্লেখ থাকে বাস্তুশাস্ত্রে।
বর্তমানে বেশির ভাগ বাড়িতেই ওপেন কিচেন থাকে কারণ এটাই এখন ট্রেন্ডিং। কিন♚্তু এই ওপেন কিচেন যেহেতু সহজেই সবার চোখে পড়ে, তাই এটিকে সুন্দর করে সাজিয়ে রাখাও হয়। কিন্তু রান্নাঘরের অন্দরসজ্জার দিকে গুরুত্ব দিতে গিয়ে এর বাস্তুর দিকটি অবহেলা করলে চলবে না। কারণ সেটা করলে হতে পারে ভয়ঙ্কর বিপদ। জেনে নিন ওপেন কিচেনের কয়েকটি বাস্তু টিপস।
আরও পড়ুন: অক্টোবরে বড় ট🎀্রানজিট, শনি মঙ্গলের গতিবিধি পরিবর্তন, কোন রাশির শুরু দুঃসময়
রান্নাঘরের দেওয়ালে স্বস্তিক চিহ্ন আঁকা ও কর্পূর জ্বালানো
যদি বাড়িতে ওপেন কিচেন থাকে, তাহলে রান্নাঘরের দেওয়াল যেখানে শেষ হচ্ছে ঠিক সেই জায়গায়র দেওয়ালে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে ꦿহবে। এই স্বস্তিক চিহ্ন আঁকার ফলে কোনও অশুভ শক্তি রান্নাঘরে প্রবেশ করতে পারবে না। এছাড়াও রান্নাঘরে প্রতিদিন কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে যদি কোনও নেগেটিভ এনার্জি থাকে তা 🔯দূর হয়।
রান্নাঘরের মুখে ত্রিকোণ ক্রিস্টাল
বাড়িতে যদি ওপেন কিচেন থাকে তাহলে চেষ্টা করতে হবে সেখানে একটা দরজা বা দরজা বসাতে না পারলেও পক্ষে একটা ফ্রেম বসাতে। এটি শুধুমাত্র ডিজাইনের জন্য হলেও এটি করা উচিত। 🏅কিন্তু ফ্রেম বা দরজা বসানো সম্ভব না হলে যেখানে রান্নাঘর শেষ হচ্ছে সেখানে একটি ত্রিভূজাকৃতি ক্রিস্টাল ঝোলানো যেতে পারে। এতে এতে যদি কোনও নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়।
আরও পড়ুন: কেরিয়🐼ারের চাকা গিয়েছে আটকে! দুর্গা পুজোয় করুন এইকাজ, মায়ের কৃপায় কেরিয়ারে আসবে গতি
তাছাড়াও ওপেন কিচেনের ক্ষেত্রে মাথায় রাখবেন যে ছুরি কাঁচির মতো ধারালো জিনিস সব সময় রান্নাঘরে উত্তর দিকে রাখা থাকে। রান্নাধরের স্ল্যাবে একটি জলভর্তি পাত্র সব সময় রাখতে হবে। পাশাপাশি এই জল নিয়মিত পাল্টাতেও হবে। এছাড়াও রান্নাঘরের পেছনে একটি কালো রꦇঙের কাপড় ঝুলিয়ে রাখতে হবে যা সমস্ত♛ খারাপ নজর থেকে রক্ষা করবে। এর ফলে আপনাকে কখনও বাস্তু সমস্যার মুখোমুখি হতে হবে না।