আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে জমা পড়েছে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। স্টেটা🦹স রিপোর্ট দেখে বিচারপতি চন্দ্রচূড় বলেন,'স🌠িবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। তারা তদন্ত চালিয়ে নিয়ে যাক।' ওই রিপোর্টে জানানো হয়েছে, নির্যাতিতা চশমা পরে থাকার ফলে ক্ষত বেশি হয়েছে।
এদিকে, এরপরই সেই স্টেটাস রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, 🌜ঘুমন্ত অবস্থায় সাধারণত কেউ চশমা পরেন না, তাহলে ঘুমন্ত অবস্থায় চিকিৎসকের চোখে চশমা ছিল কেন? একজন যখন ঘুমিয়ে ছিলেন, তখন তাঁকে চশমা পরা অবস্থায় কী করে পাওয়া যেতে পারে? ঘুমিয়ে থাকা অবস্থায় এটা কীভাবে সম্ভব? প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এদিকে, আইনজীবীর তরফে জানানো হয়, সিজার লিস্ট অনুযায়ী জানা গিয়েছে, মৃতের পাশে෴ চশমা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। আইনজীবী বলেন, হয়তো বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন চিকিৎসক।
এদিনের শুনানিতে নাম ওঠে ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোমের। তি🐎নি নির্যাতিতার ময়নাতদন্তের প্রধান ছিলেন। অভিযোগ, দেবাশিস সোম ধৃত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। দেবাশিস সোমের জিজ্ঞাসাবাদ নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। কেন তা ক🌞রা হচ্ছে না? প্রশ্ন ওঠে। এদিকে, কোর্টে জানানো হয়, ১২ তারিখের আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তাঁর প্যানিক অ্যাটাক হয়। তুষার মেহতা জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, এর বেশি কিছু প্রকাশ্যে বলা যাবে না।
এছাড়াও আরজি কর মামলায় ওঠে প্রভাবশালী তত্ত্বও। জুনিয়র ডাক্তারদের তরফের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন,'এটা সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা হিসাবে দেখলে🅷 ভুল হবে। আমাদের কাছে চার জনের নাম রয়েছে। দু’জনের নাম আমরা সিবিআইকে দিয়েছি। ওই চার জন অকুস্থলে ছিলেন।' পাশাপাশি তদন্তের আওতায় আসা হাসপাতালের ৭ জনকে আপাতত সাসপেন্ড করার দাবি জানান তিনি। ইন্দিরা জয়সিং এর যুক্তি, এঁরা হাসপাতলে আপাতত কর্মরত, এঁরা প্রভাব খাটাতে পারেন বলে সন্দেহ তাঁর। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর আইনজীবী করুণা নন্দীর তরফেও ছিল একই আর্জি। তিনিও আর্জি জানান, যেহেতু দুর্নীতির তদন্ত করছে সিবিআই, তাই তদন্তের স্বার্থে কয়েকজন প্রভাবশালীকে সাসপেন্ড করার পক্ষে তিনি সওয়াল করেন। আর জি কর মামলার শুনানিতে ওঠে ২০০৩ সালের চন্দন সেন মৃত্যু প্রসঙ্গও। এই মামলারও তদন্ত সিবিআইয়ের করা প্রয়োজন বলে দাবি করেন তাঁর আইনজীবী।