ফের করোনা সংক্রমণের রেকর্ড রাজ্যে। একদিনে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২০ হাজার ৩৭৭ জন। এদিকে মৃত্যুর নিরিখেও রাজ্যে নয়া রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মারা গিয়েছে ১৩৫ জন। এদিন ৬৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের পজিটিভিটির হার ২৯ শতাংশেরও বেশি। এছাড়া কলকাতা এবং উত্তর ২৪ পরগনাতে ৪০০০ করে মানুষ করোনা আক্রান্ত হয়েছে।পাশাপাশি মৃতের সংখ্যাও রয়েছে একশোর উপরে৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের৷ এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৭২৮৷ তবে আক্রান্ত যেমন হচ্ছেন তেমনই বাড়ছে সুস্থতার সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৩১ জন সুস্থ হয়েছেন৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৬৮৪ জন৷এদিকে করোনা সংক্রমণের হারে দেশের প্রথম ২০টি জেলার মধ্যে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা৷ কেন্দ্রের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, এমনই তথ্য উঠে এসেছে৷ যেখানে বলা হয়েছে, গত এক সপ্তাহে এই দুই জেলায় টেস্ট হওয়া নমুনার প্রায় ৫০ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে৷ যা চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রকের৷ তবে, শুধু কলকাতা বা উত্তর ২৪ পরগনা নয়৷ ভারতের মোট ২০টি জেলা এমন রয়েছে, যেখানে করোনা পরীক্ষার পঞ্চাশ শতাংশ রিপোর্ট পজিটিভ আসছে৷কেন্দ্রের দেওয়া হিসেব অনুযায়ী, ৪ মে থেকে ১০মে পর্যন্ত কলকাতায় পরীক্ষা হওয়া নমুনার ৪৪.৪ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে৷ অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় পরীক্ষা হওয়া সোয়াব টেস্টের ৪৬.৭ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে৷ জানা গিয়েছে এই ৭ দিনের রিপোর্ট কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ৫০ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন৷ যা গত সপ্তাহে সংক্রমণের প্রায় ৪০ শতাংশ৷ প্রসঙ্গত, মঙ্গলবার এই দুই জেলায় মিলিয়ে প্রায় ৮ হাজার সংক্রমণ হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭৬ জনের৷তবে, এই পরিস্থিতিতে রাজ্যে সম্পূর্ণ লকডাউন করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মতে, রাজ্যে পূর্ণ লকডাউন করলে ব্যাহত হবে জনজীবন৷ তাঁর মতে, মানুষ নিজেদের উপর নিয়ন্ত্রণ আনলেই রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে৷ প্রসঙ্গত, প্রথমবার পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ২০ হাজারের সংখ্যা পেরিয়েছে৷ যেখানে মোট সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৭ হাজার৷