আদালতের নির্দেশে সোমবারই ফের ময়নাতদন্ত হতে চলেছে নিহত ছাত্রনেতা আনিস খানের। ছেলের দেহ কবর থেকে তোলার অনুমতি দিয়েছেন বাবা সালেম খান। রবিবার তিনি সাংবাজিকদের বলেন, আদালতের নির্দেশে সিটকে তদন্তে সাহায্য করছি। তবে 🧔ন্যায্য বিচার না পেলে আমি সুপ্রিম কোর্টে যাব।
আনিস মৃত্যুর তদন্তে সিবিআই তদন্তের দাবিতে দায়ের মামলার শুনানিতে দেহের ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, জেলা জজের উপস্থিতিতে আনিসের দেহ তুলতে হবে কবর থেকে। তার পর তার ময়নাতদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। রিপোর্টের কপি দিতে হবেℱ আবেদনকারীদেরও।
রবিবার আনিসের আমতার বাড়িতে যান সি꧃টের আধিকারিকরা। সেখানে আনিসের বাবাকে তাঁরা জানান, সোমবার সকাল ১০টায় কবর থেকে তোলা হবে অনিসের দেহ। দেহ তুলতে সম্মতি দিয়েছেন আনিসের বাবা সালেম খান।
আনিসের মৃত্যুর পরদিন পরিবারের সদস্যদের না জানিয়ে তাঁর দেহের ময়নাতদন্ত করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরিবারের দাবি, নিজেদের মতো করে ময়নাতদন্ত꧟ করিয়েছে পুলিশ। রবিবার আনিসের বাবা বলেন, আদালতের ওপর ভরসা আছে। আদালত ২ সপ্তাহ সময় দিয়েছে। তার পর যদি মনে হয়🍸 ন্যায়বিচার পেয়েছি তাহলে মেনে নেব। আর যদি দেখি বিচার হল না তাহলে সুপ্রিম কোর্টে যাবো।