দেখতে দেখতে রাহা ২ পূর্ণ করে ৩ এ পা দিল। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে এখন ইতিউতি যেতে দেখা যায় রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। কিন্তু মেয়ে যখন ছোট ছিল সেই সময় তার জন্য কোন গান প্রথম বাজিয়েছিলেন রণবীর? সম্প্রতি তিনি গোয়ায় অনুষ্ঠিত হওয়া ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। সেখানেই পরিচালক রাহুল রাওয়েলের সঙ্গে একটি বিশেষ আলাপচারিতায় যোগ দেন। আর রবিবার, ২৪ নভেম্বর এই আলাপচারিতার প্রসঙ্গই ছিল অভিনেতার দাদু রাজ কাপুরের জন্ম শতবর্ষ 🌱উদযাপন। সেখানেই দাদু এবং মেয়ে দুজনকে নিয়ে কথা বলেন রণবীর।
কী জানালেন রণবীর?
এদিন কথায় কথায় রণবীর কাপুর জানান তিনি তাঁর মেয়ের জন্য প্রথম যে গানটা চালিয়েছিলেন তাকে শোনাবেন বলে সেটা ছিল রাজ কাপুর অভিনীত ১৯৫৯ সালে মুক্তি পাওযꦑ়া আনাড়ি ছবির গান। গেস করতে পারলেন কোন গান? সেই কালজয়ী কিসি কী মুসকুরাহাটো পে হো নিসার গানটি।
কথা প্রসঙ্গে এদিন রণবীর কাপুর বলেন, 'আমি নিজে ৮০ এর দশকের বাচ্চা। ওটা আমার কাছে অ্যান্থেমের মতো ছিল। আমার সবথেকে পছন্দের গান। আমি আমার মেয়ে রাহাকে প্রথম যে গানটা শুনিয়েছিলাম সেটা হল কিসি কী মুসকুরাহাটো পে হো নিসার। মানে আপনিও যদি গানটি শোনেন বুঝ💎বেন কথাগুলো কী সুন্দর। সহজ। জীবন কীভাবে কাটানো উচিত সেটাই যেন গানের কথায় বলা আছে।'
প্রসঙ্গত এই কালজয়ী কিসি কী মুসকুরাহাটো পে হো নিসার গা🌄নটি গেয়েছিলেন মুকেশ। কম্পোজ করেছিলেন শঙ্কর জয়কিষান। গানটি লেখা শৈলেন্দ্রর। আনাড়ি ছবির গান এটি। ছবিটির পরিচালনা করেছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়। রাজ কাপুর ছাড়াও এই ছবিতে মুখ♊্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে নূতন, ললিতা পাওয়ার, প্রমুখকে।
আরও পড়ুন: সুজিতের আই ওয়ান্ট টু টক🅰 দেখতে চাইল না কেউ, সিংঘম এগেন, ভুল ভুলাইয়া ৩-এর থেকেও ཧকম কালেকশন
ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে
গত ২০ নভেম্বর শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব। ৮১ ট✃ি দেশের ১৮০ টি আন্তর্জাতিক ছবি দেখানো হবে এখানে। আর মধ্যে ১৬টি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে, ৩ টি আন্তর্জাতিক প্রিমিয়ার এবং ৪৩ টি এশীয় মহাদেশে প্রিমিয়ার হবে। এছাড়াও এই চলচ্চিত্র উৎসবে ভারতীয় চলচ্চিত্র জগতের ৪ দিকপাল ব্যক্তিত্বকে তাঁদের জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানাচ্ছে। এঁরা হলেন রাজ কাপুর, তপন সিনহা, মহম্মদ রফি এবং আক্কিনেনি নাগেশ𝔍্বর রাও। ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসবটি।