যাঁরা সারেগামাপার নিয়মিত 𝐆দর্শক, তাঁদের কাছে বিচারক, সঞ্চালক এবং প্রতি সিজনের প্রতিযোগীদের নাম ছাড়াও আরও কিছু নাম বಌেশ পরিচিত। এঁদের মধ্যে অন্যতম হলেন বাবুয়া দা। তাঁর বাদ্যযন্ত্রের সুরে ম্যাজিক করেন। কিন্তু গত দুটি পর্বে তাঁকে দেখা যায়নি। কী হয়েছে তাঁর?
আরও পড়ুন: সোনাগাছির এক পতিতার খুনকে ঘিরে দ্বন্দ্🔯ব♊ বিক্রম - ঋত্বিকের! কোন পথে আসবে সমাধান?
কী ঘটেছে?
গত রবিবার, ১৭ নভেম্বর সারেগামাপায় সলিল চৌধুরী বিশেষ পর্ব সম্প্রচারিত হয়। সেখানে ঐশি থেকে শুরু করে আরিয়ান বা আরাত্রিকা সকল প্রতিযোগীর গানের পর তুমুল প্রশংসিত হন এই রিয়েলিটি শোয়ের মিউজিসিয়ানরা। তাঁরা তাঁদের বাদ্যযন্ত্রের সাহায্যে যে ম্যাজিক তৈরি করছিলেন মঞ্চে তার তারিফে ভেসে যান বিচারকরা। শান্তনু মৈত্র তো বলেই দেন, 'ভারতের আর কোনও রিয়েলিটি শোতে এমন মিউজিসিয়ান নেই। এঁরাই সেরা।' ত꧃বে সেই পর্ব তো বটেই, তার আগে শনিবারেও দেখা যায়নি বাবুয়া ♈দাকে। কিন্তু কী হয়েছে তাঁর?
রবিবারের পর্বে সলিল চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে গৌতম দাস বাবুꦬয়া দার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, 'অনেকেই ভাবে সলিল দার কম্পোজ করা যে গানগুলি লতাজি গেয়েছেন সেগুলো বোধহয় কলকাতায় রেকর্ড হতো। না, ওগুলি মুম্বইতে রেকর্ড হতো। কয়েকটা যদিও বাংলায় হয়েছে। তখন কলকাতায় রেকর্ড হলে তাতে বাবুয়া দা থাকত। ওঁর জন্যই আমি সলিল দার সঙ্গে ১-২ টো কাজ করেছি। ভগবানকে চাক্ষুষ করেছি। তবে বাবুয়াಞ দা অসুস্থ। তিনি শীঘ্রই সুস্থ হয়ে এই মঞ্চে ফিরে আসবেন।'
কিন্তু কী হয়েছে বাবুয়া দার? হিন্দুস্তান টাই💃মস বাংলা খোঁজ নিলে ঘনিষ্ট সূত্রে জানতে পারে কোমর ব্যথায় কাবু তিনি। তবে শীঘ্রই তিনি সুস্থ হয়ে আবারও এই শোতে ফিরতে চলেছেন।
আরও পড়ুন: 'মোমবাতি ম♍িছিল করে ঘুমাচ্ছে', বিহারীদের সঙ্গে 'ঘুমকাতুরে' বাঙালিদের তুলনা! কমেডিয়ান🌺কে তুলোধনা নেটপাড়ার
আরও পড়ুন: 'বাবার মৃত্যুর পর ঢাল হয়ে 🌠দাঁড়ান দিদা, এবার ওঁর ছাদ হতে চাই', বাংলার রঞ্জিনীর কথায় আবেগঘন শ্রেয়া - বিশাল
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে আছেন ৮ জন বিচারক। এবারের এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছ🗹েন ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্𝕴টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।