ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার আরও এক। সাবির আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার হবিবপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ক𝔉াজিব🔥স্তি এলাকায় বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে মালদার হবিবপুর থানার পুলিশ। হবিবপুর থানা অন্তর্গত কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মোট দু’জন গ্রেফতার হয়েছে।
আরও পড়ুন - মাইনে হয়নি পুরকর্মীদের, চুঁচুড়া শহ🐼র ঢাকল অন্🌠ধকারে, জ্বলল না পথবাতি
পড়তে থাকুন - যৌনাঙ্গে বাইকের চাবি, চরম নির্যা♏তন,টিউশন যাওয়ার পথে আল💝িপুরদুয়ারে সর্বনাশ কিশোরীর
মঙ্গলবার অভিযুক্তকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল পরীক্ষা♋ করানোর পর মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃত জানিয়েছেন, এক ব্যক্তি মাটিকাটার টাকা ঢুকাবে বলে একাউন্ট নাম্বার নিয়েছিলেন। ট্যাব কেলেঙ্কারির ব্যাপারে কিছুই জানেন ন𒈔া তিনি।
অভিযুক্ত জানিয়েছেন, ১০০ দিনের কাজের বকেয়া টাকা ঢুকবে 𝓡বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিয়েছিল সাব্বির। পরে টাকাও ঢোকে। সেই টাকা তুলেও নেয় ওই ব্যক্তি।
আরও পড়ুন - বউ চলে গিয়ে🐎ছে, সমস্যা আরও অনেক, মমতার সঙ্গে দেখা করতে 🐷নবান্নে হাজির সমিরুল!
ওদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। জেনে বুঝেই এই কাজ করেছিলে🦩ন তিনি। ওই অ্যাকাউন্টে আর কোনও প্রতারণার টাকা ঢুকেছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। তাই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।