পরপর দু'দিনে রাজ্যের একাধিক জায়গায় পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনা ঘটল। কোথাও লরির ধাক্কা আবার কোথাও বাইকে দুর্ঘট✅না ঘটেছে। আবার পরপর চারটে গাড়ির ধাক্কা লাগার ঘটনাও ঘটেছে। এই ঘটনাগুলির জেরে মৃত্যু হয়েছে ১ জনের। এছাড়াও আহত হয়েছেন ১৬ জন। তার মধജ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। হাওড়া, তারকেশ্বর, বর্ধমান প্রভৃতি এলাকায় পথ দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু যﷺুবকের, শোক সইতে না কয়েক ঘণ্টার🐼 মধ্যেই আত্মঘাতী প্রেমিকা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৮🐬 টা নাগাদ রাজাপুর থানার বেলতলায় মুম্বই রোডে পরপর চারটি গ🃏াড়ি একে অপরকে ধাক্কা মারে। একটি তেলের ট্যাঙ্কার আচমকা রাস্তায় দাঁড়িয়ে যেতেই ঘটে বিপত্তি। তার পিছনে থাকা গাড়িগুলি পরপর ধাক্কা মারতে থাকে ট্যাঙ্কারে। একটি লরি এই ঘটনায় নয়ানজুলিতে পড়ে যায়। এর ফলে ৬ জন মতো আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উলুবেরিয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে ওই রোডে বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয়।
অন্যদিকে, শনিবার রাতে পথ দুর্ঘটনা ঘটেছে তারকেশ্বরে। জানা গিয়েছে, আরামবাগ- ডানকুনি রোড দꦦিয়ে মাছের খাবার নিয়ে একটি ট্রাক যাচ্ছিল। সেই সময় তারকেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উলটে যায়। ঘটনাটি ঘটেছে একটি বাজার সংলগ্ন এলাকায়। ফলে সেখানে অনেক লোকজন উপস্থিত ছিলেন। তাতে ট্রাকের নিচে চাপা পড়ে আহত 🐲হন ১০ জন। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে বিভিন্ন সরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ডানকুনি-আরামবাগ রোডে যান চলাচল ব্যাহত হয়।