জেলায় জেলায় বেড়েই চলেছে বজ্রপাতে মৃতের সংখ্যা। দুই জেলায় বজ্রপাতে মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছেন ১ জন। রবিবার মরꦿ্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জামবনির মুরাকোဣটি লালবাঁধ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গ💃িয়েছে, মৃতদের নাম বৃহস্পতি মাহাত, মদন রানা ও দশম শ্রেণির এক ছাত্র মন্টু মাহাত। ঘটনায় প্রতিমা মাহাত নামের এক মহিলা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিল্কিগড় হাসপাতালে ভরতি করা হয়েছে।
ওই এলাকায় বৃষ্টি পড়তে শুরু করে। সেই সময় ওই সেখানকার একটি চাষের জমিতে বৃহস্পতি, মদন ও প্রꦬতিমা কাজ করছিলেন। ওই দু’জনের থেকে প♏্রতিমা কিছুটা দূরে বসে কাজ করছিলেন। বৃষ্টি পড়তে শুরু করায় সেখান থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য উঠে ছুটতে শুরু করেন তাঁরা। সেই সময়েই বৃহস্পতি ও মদনবাবুর মাথার ওপর সরাসরি বাজ পড়ে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত হন প্রতিমাদেবী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়।
আবার বিকেলে খড়্গপুরের খুদামার গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দশম শ্রেণির পড়ুয়া মন্টু মহাতর। স্থানীয় সূত্রে ൲জানা গিয়েছে, বৃষ্টি শুরু হওয়ায়, মাঠ থেকে গরু আনার জন্য ঘর থেকে বেরিয়েছিল মন্টু। বাড়ি থেকে কিছুটা দূর যেতেই, আচমকা বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্ꦓযু হয় তার।