এবার রাজ্যে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে বছরের পর বছর সরকারি চাকরি করার অভিযোগ উঠল ৩ জন শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগ পেয়ে SSCক🍨ে তা তদন্ত করে দেখতে বলেছে রাজ্য পুলিশ। যদিও SSCর দাবি, দীর্ঘদিনের পুরনো ওই নিয়োগের নথি খুঁজে বার করা মুশকিল। তাই পালটা পুলিশেরই স💦াহায্য চেয়েছে তারা।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাঁদের কাছে অভিযোগ জমা পড়ে রাজ্যে ৩ জন শিক্ষক ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে চাকরি করছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় SSCকে তদন্ত করে দেখতে বলে পুলিশ। SSC সূত্রে জানা গিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ২০১২ সালে নিয়োগ পেয়েছꦇিলেন। এত দিনের পুরনো নথি তাদের পক্ষে খুঁজে বার করা মুশকিল বলে জানিয়ে পালটা রাজ্য পুলিশকে এব্যাপারে সাহায্য করতে অনুরোধ করেছে SSC.
কিন্তু প্রশ্ন, উঠছে কী ভাবে ভুয়ো কা💎স্ট সার্টিফিকেট দিয়ে ১২🏅 বছর চাকরি করে ফেললেন অভিযুক্তরা? এর পিছনে কি প্রভাবশালী কারও হাত রয়েছে? প্রশ্ন উঠছে, এব্যাপারে পুলিশকে অভিযোগ জানালেন কে? কেন গোটা ঘটনা প্রকাশ্যে আনছে না পুলিশ বা SSC? তাতে কি বিপদ বাড়তে পারে তাদেরই?
ঘটনার কথ✃া প্রকাশ্যে আসার পর পুলিশ ও SSC কোনও সদর্থক পদক্ষেপ করে কি না সেটাই দেখার।