মুর্শিদাবাদের নবগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। ঘটনায় গুরুতর আহত ৩ জন। বৃহস্পতিবার কাকভোরে এই ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে স্থানীয় বিধায়ক সেখানে গিয়ে বুঝিয়ে অবরোধ তোলেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে পাঁচটা নাগাদ নবগ্রামের পুনিয়া মোড়ের কাছে রাস্তার ধার থেকে যাত্রী তুলছিল বহরমপুরমুখি একটি পিক আপ ট্রাক। তখন পিছন থেকে সেটিকে ধাক্কা মারে দ্রুতগামী আরেকটি পিক আপ ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় দাঁড়িয়ে থাকা পিক আপ ট্রাকটির চালক-সহ ৩ যাত্রীর। আহত হন ৩ জন। নিহতরা শোভাকর মণ্ডল, জয়দেব মণ্ডল ও রাজকুমার মণ্ডল বলে জানা গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় তারা। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সেখানেই পাঠানো হয়েছে।ঘটনার পরই পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এখানে জাতীয় সড়কে বড় একটি বাঁক রয়েছে। দ্রুতবেগে বাঁক অতিক্রম করতে গিয়ে অনেক গাড়িই নিয়ন্ত্রণ হারায়। যার ফলে এখানে মাঝেমাঝেই ঘটে দুর্ঘটনা। গাড়ির গতি নিয়ন্ত্রণ করা না হলে ফের ঘটবে এই ঘটনা। বিক্ষোভের খবর পেয়ে সেখানে যান স্থানীয় বিধায়ক কানাই মণ্ডল। তাঁর প্রতিশ্রুতিতে অবরোধ ওঠে।