🅠 সবে ভোট মিটেছে উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে। তার পর বিশ্রামে রয়েছেন সেখানকার প্রার্থী ও রাজনৈতিক নেতারা। রাজ্যজোড়া যখন ভোটের উত্তাপ তখন গত কয়েকদিন ধরে ছুটির মেজাজেই ছিলেন কোচবিহারের দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তারই মধ্যে ৫ কোটি টাকা চেয়ে তাঁর কাছে এল চিঠি। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নামে ওই চিঠি হোয়াটঅ্যাপে মন্ত্রীর কাছে পৌঁছেছে। চিঠি প্রকাশ করে মন্ত্রী বিদ্রুপের সুরে লিখেছেন ‘হালখাতার চিঠি’।
টাকা চেয়ে চিঠি
ꦫচিঠিতে মন্ত্রীকে লেখা হয়েছে, কামতাপুর পিপসল অ্যাসোসিয়েশন ১৯৯৩ সাল থেকে আলাদা রাজ্য গঠনের জন্য সংগ্রাম করছে। সেই সংগ্রামে তহবিল সংগ্রহের জন্য আপনার কাছ থেকে ৫ কোটি টাকা সাহাজ্য চাওয়া হচ্ছে। ১০ দিনের মধ্যে এই টাকা দিতে হবে।
আরও পড়ুন: 🐎২০১৬ প্যানেল বাতিলে বাংলার স্কুলগুলিতে কতটা শূন্যতা তৈরি হবে? বিস্ফোরক পরিসংখ্যান পর্ষদের
পড়তে থাকুন: ♚‘মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু
♎এই চিঠি পোস্ট করে উদয়ন গুহ লিখেছেন, ‘সকালে ঘুম থেকে উঠেই পেলাম হালখাতার চিঠি। কোবও এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে এই চিঠিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওদের স্বাধীনতা আন্দোলনের জন্য ১০ দিনের মধ্যে মধ্যে মাত্র ৫ কোটি টাকা চাওয়া হয়েছে।’
🍰কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য যদিও বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে রাজি নন। তিনি বলেন, ‘এই নামে কোনও সংগঠনের অস্তিত্ব নেই। এই সব টাকা তোলার ফিকির। টাকা তোলার অভিযোগে আগে পুলিশ এই সংগঠনের ২ সদস্যকে গ্রেফতার করেছিল।’
আরও পড়ুন: 🌠‘আগে সবাই এই হাসিটা পছন্দ করত, এখন পাগল বলে’! মিম বানানো নিয়ে বক্তব্য রচনার
থাকলে তবে তো দেব?
🔥উদয়নবাবু বলেন, ‘এর পিছনে কোনও রাজনৈতিক দলের হাত থাকতে পারে। আমাকে চাপে রাখতে এই সব চিঠি পাঠাচ্ছে। আমার কাছে ৫ কোটি টাকা থাকলে তো দেব।’
ꦺবলে রাখি, নয়ের দশকে উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকায় কার্যত মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছিল KLO. পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলন শুরু করে তারা। যার নিশানা মূলত ছিল বাম কর্মী সমর্থকরা। বাম সরকার পৃথক রাজ্যের বিরোধিতা করায় ধূপগুড়িতে সিপিএম পার্টি অফিসে ঢুকে ৫ জন দলীয় কর্মীকে গুলি করে খুন করেছিল KLO জঙ্গিরা।