পড়শি রাজ্যগুলির জন্যে রাজধানী দিল্লি এখন পরিণত হয়েছে গ্যাস চেম্বারে। কলকাতার পরিস্থিতি ততটা খারাপ নয়, তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার বাতাসেও বাড়ছে দূষণের মাত্রা। রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে এখন এমন অবস্থা যে সিগারেট না খেলেও দিনে ৪৯টি সিগারেটের ধোঁয়া ঢুকছে দিল্লিবাসীর শরীরে। আর রিপোর্ট অনুযায়ী, কলকাতায় আপাতত বাতাসে দূষণের মাত্রা 'মাঝারি' থেকে 'খারাপ'-এর মধ্যে ঘোরাফেরা করছে। তবে শীঘ্রই তা 'সিভিয়ার' পর্যায়ে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সময় পত্রিকার একটি রিপোর্ট পরিবেশকর্মীদের উদ্ধৃত করে দাবি করেছে, শহরতলি এবং আশেপাশের জেলার গ্রামের জন্যেই কলকাতার বাতাসের মান খারাপ হচ্ছে দিনকে দিন। (আরও পড়ুন: কসবা কাণ্ডের তদন্তে নয়া মোড়, সুশান্ত 'খুনের ছক' কষেছিল জেল ফেরত🐠 এক খুনের আসামি!)
আরও পড়ুন: বাংলার সরকারি কর্মীদের জন্য জারি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, অনেকেই পাবেন ২৫৩৫🐷৯ টাকা
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নয়া সূত্রের খোঁজে CBI, তলব এক পুলিশ অফিসারকে, তদন্𝓰ত এবার কোন পথে?
রিপোর্টে দাবি করা হয়েছে, গ্রামবাংলাতেও ফসলের গোড়া পোড়ানোর রীতি রয়েছে। তা থেকে কলকাতার দিকে বাতাসে দূষণ বাড়ছে। এদিকে শহরতলিতে বেশ কিছু ইটভাটা রয়েছে। সেগুলির ধোঁয়াও কলকাতার বায়ুদূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মত পরিবেশবিদদের। এদিকে জঞ্জাল পোড়ানোর জন্যেও দূষণের মাত্রা বাড়ছে শহরে। অভিযোগ করা হয়েছে, নিউটাউনে জাতীয় পরিবেশ আদালত লাগোয়া মাঠেই প্রকাশ্যে খড় পোড়ানো হচ্ছে। এদিকে নির্মাণকাজের ক্ষেত্রে কাপড় ঢাকা দিয়ে কাজ হচ্ছে না বহু জায়গাতেই। এই নিয়ে এই সময় পত্রিকার কাছে প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি বলেন, 'জাতীয় পরিবেশ আদালতের পাশেই খড় পোড়ানো হচ্ছে। এবং তা দেখার কেউ নেই।' (আরও পড়ুন: এ যেন মাক🌊ড়সার জাল! ট্যাব কাণ্ডে উঠে আসছে একের পর চাঞ্চল্যকর তথ্য)
আরও পড়ুন: এখন ডিএ-ব💜েতন বাড়ুক ব💛া এক থাকুক, পরে বেশি ভরবে পকেট! চিন্তা কমবে সরকারি কর্মীদের
আরও পড়ুন: বৃহস্পতি পর্যন্ত মুর্শিদাবাদ জুড়ে বন্ধ ইন্টারনেট, বেলডাঙার পরিস্থিতি এখনꦍ কেমন?
রিপোর্টে দাবি করা হয়েছে, ময়দান সংলগ্ন ফোর্ট উইলিয়াম এলাকায় বাতাসের দূষণের পরিমাণ সবথেকে বেশি। মঙ্গলবার সন্ধ্যায় একিউআউ ছিল ২২৪। এরপরই তালিকায় আছে বালিগঞ্জ। সেখানে একিউআই ছিল ২০৮। সেই হিসেবে কলকাতায় থাকলে বর্তমানে দূষণের জেরে প্রায় ২২টি সিগারেটের ধোঁয়া শরীরে প্রবেশ করছে। দিল্লির থেকে গড়ে অর্ধেক সিগারেট ‘খাচ্ছেন’ কলকাতার মানুষরা। কলকাতার আশেপাশে এলাকার মধ্যে বাতাসের মান সবচেয়ে খারাব ঘুসুড়িতে। সেখানে গড় একিউআই ২৮৭। উল্লেখ্য, ০ থেকে ৫০-এর মধ্যে একিউআই থাকলে তা 'ভালো' বলে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ 'সন্তোষজনক', ১০১ থেকে ২০০ 'মাঝারি', ২০১ থেকে ৩০০ 'খারাপ', ৩০১ থেকে ৪০০ 'খুব খারাপ', ৪০১ থেকে ৪৫০ 'গুরুতর' এবং ৪৫০-র বেশি হলে🎃 তা 'সিভিয়ার প্লাস' হিসেবে ধরা হয়।