ঘুমের মধ্যেই দেয়াল চাপা পড়ে গুরুতর আহত পাঁচ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত মাগনপুরে। আহতদের নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন গর্ভবতী রয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার সকালে মাগনপুর শিশুমঙ্গল ক্লাবের কাছে একই পরিবারের পাঁচ জন একটি ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটি মাটির গাঁথনির ইটের দেয়াল হুড়মুড়িয়ে পড়ে। পাঁচজনই চাপা পড়েন মাটির দেয়ালের নীচে। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে এ দিন চাঁদপুর গ্রামীণ হসপিটালে নিয়ে আসা হয়। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনাস্থলে পৌঁছান পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পরিবারের সাথে দেখা করে তিনি কথা বলেন। নিম্নচাপের জেরে কয়েক দিন টানা বৃষ্টির পর রোদ ওঠায় মাটির গাঁথনি আলগা হয়ে দেওয়াল ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গ্রামে। ঘটনায় প্রশ্ন উঠছে, দেশজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় লক্ষ লক্ষ পাকা বাড়ি তৈরি হলেও এখনো কেন রাজ্যে রয়েছে মাটির বাড়ি? এই প্রকল্পে বারবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে। কেন এই পরিবার পাকা বাড়ি পেলেন না তার জবাব অবশ্য পাওয়া যায়নি।