বগুটুই কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য জানা গেল। অগ্নিসংযোগের আগে একটি পেট✱্রল পাম্প থেকে ৫ লিটার পেট্রোল কেনা হয়েছিল। সেই পেট্রোল দিয়েই আগুন ধরানো হয় বগট🌜ুই গ্রামে। যারা এই পেট্রোল কিনেছিল তাদের ছবিও পেট্রোল পাম্পের সিসিটিভির ফুটেজে ধরা পড়েছিল। ইতিমধ্যেই সেই ফুটেজ নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, দুজন পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনেছিল। এই দুজন হল রিটন শেখ এবং ডলার শেখ। সিবিআই চার্জশিটে সে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সিবিআই সূত্রের খবর, সেখান থেকে পে🍒ট্রোল কেনার পর অভিযুক্ত রাসটন শেখ ও জাহাঙ্গীর শেখকে ৫ লিটার পেট্রোল দিয়ে এসেছিল তারা। তারপর সোনা শেখের বাড়িতে আগুন লাগানো হয়। এই ঘটনার পর প্রথমে সাতজনের মৃত্যু হলেও পরে মৃত্যু বেড়ে হয় ১০ জন। ভাদু শেখ খুনের পর আনারুলের উস্কানিতেই আগুন লাগানো হয়েছিল সোনা শেখের বাড়িতে। ভাদু শেখ খুন হওয়ার পর প্রতিহিংসাবশত সোনা শেখের বাড়ি পোড়ানো হয়েছিল♔। এক গ্রামবাসীর কাছ থেকে সিবিআই জানতে পারে আনারুল নাকি বলেছিলেন, ‘ভাদুর খুনের বদল নিতে সোনার বাড়ি পুড়িয়ে দাও। পুলিশকে গ্রামে পাঠাবে না।’ তার কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে সোনা শেখের বাড়ি। বিষয়টি চার্জশিটে উল্লেখ রয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করেছে সিবিআই। তাতে জানা গিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত লালন চিৎকার করে নাকি বলেছিল, ‘এক ঘণ্টা পুলিশ আসবে না। এই সময়ের মধ্যে ওদের মেরে ফেলতে হব🌊ে।’ সে বিষয়টিও চার্জশিটে উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ প্রথম থেকেই ছিল। সিবিআই জানতে পেরেছে, ফটিককে দেখতে না পেরে ফটিকের স্ত্রীকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল।