সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী ১১ এপ্রিল সেই মামলার শুনানি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আশা করেছিলেন, আজ কিছু একটা সুখবর মিলবে। কিন্তু তা না হওয়ায় অনেকেই কিছুটা হতাশ ♐হয়ে পড়েছেন। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের নেতাদের দাবি, সুপ্রিম কোর্টের মামলাটি ছিল পঞ্চম বেতন কমিশন নিয়ে। তাঁরা আন্দোলন করছেন কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং সমস্ত ডিএ প্রদান নিয়ে।
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির টাটকা আপডেট
- বাড়ল অপেক্ষার মেয়াদ। পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী ১১ এপ্রিল মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
- সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শুরু হল। কী হবে? প্রতীক্ষা গুনছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
- কিছুক্ষণের অপেক্ষা। তারপরই সুপ্রিম কোর্টে পশ্চিমঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার। শীর্ষ আদালতের ছয় নম্বর আদালতকক্ষে ৫৩ নম্বরে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে সেই মামলা উঠতে চলেছে।
- তারইমধ্যে কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ‘স্পেশাল লিভ পিটিশন’ দাখিল করে রাজ্য সরকার। তারপর থেকে একাধিকবার শুনানি হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের দাবি, আজ চূড়ান্ত শুনানি হতে চলেছে। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ডিএ মামলার শুনানি হবে।
আরও পড়ুন: 6th Pay Commission DA Protest: SC💫-তে DA মামলায় ‘হেরে গেলে’ আন্দোলন কি প্রত্যাহার? বড় বার্তা সরকারি কর্মচারীদের