ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ভগবানগোলা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে খবর, ট্রাকের ধাক্কায় মৃত ব্যক্তির নাম কাজী গোলাম রসুল (৬৫)। মৃত ব্যক্তির বাড়ি ভগবানগোলা থানার বর্ষাতিগোলা এলাকায়। ভগবানগোলার রামবাগ সিপিআইএম পার্টি অফিসের সামনে আচমকাই একটি ব্যক্তিকে ধাক্কা মেরে একটি ট্রাক চলে যায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ভগবানগোলা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার দীপক হালদার। সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যক্তিকে উদ্ধার করে কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, ঘাতক লরিটি আসছিল আদিগঞ্জের দিক থেকে, যাচ্ছিল জয়নগরের দিকে। যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি আসছিলেন নেতাজি মোড়ের দিক থেকে। ওই ব্যক্তি সাইকেল নিয়ে স্লিপ করে চাকার তলায় চলে যান। লরির পিছনের চাকা ওই ব্যক্তির বুকের ওপর দিয়ে চলে যায়। জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছে একটি প্রেসক্রিপশন ছিল। মনে করা হচ্ছে, নেতাজিমোড়ের কাছে কোনও ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে এসেছিল ওই ব্যক্তি। এই ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সেখানে কীভাবে লরির চাকা ওই ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়, তা দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যান চলাচল কিছুক্ষণ ব্যাহত হয়। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।