লাগাতার অনশনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ১ জুনিয়র ডাক্তারকে ভর্তি করতে হল হাসপাতালে। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে তাদের ভর্তি করেন জুনিয়র ডাক্তাররা। গত শনিবার থেকে জুনিয়রܫ ডাক্তারদের দাবিপূরণের লড়াইয়ে অনশন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। এর ফলে অনশনের জেরে মোট ২ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হল।
আরও পড়ুন - 'পশ্চি༺মবঙ্গে বাংলাদেশের রোগ!', পুজোয় মাইক বাজালে মূর্তি ভাঙচুরের হুমকি ফালাকাটায়
পড়তে থাকুন - গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে পুজো ব🌺ন্ধ করার হুমকিꦺ দুষ্কৃতীদের, দাবি শুভেন্দুর
গত ৫ অক্টোবর থেকে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাඣররা। কলকাতার সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনে বসেছেন ২ জুনিয়র ডাক্তার। তাদের মধ্যে অলোক বর্মা শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করেন অন্যরা। উত্তরবঙ্গ মেডিক্যালে এখনও অনশন চালাচ্ছেন শৌভিক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন - দ🃏ু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির সমর্থনে গত শনিব💟ার থেকে কলকাতার ধর্মতলায় শুরু হয়েছে আমরণ অনশন কর্মসূচি। প্রথমে ৬ জন অℱনশন শুরু করলেও পরে সেখানে যোগদান করেন আরজি কর মেডিক্যালের ছাত্র অনিকেত মাহাতো। গত বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।