অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির না হয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ালেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌ💜ধুরী। রবিবার তাঁর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দেখা যায়নি করিম চৌধুরীকে। বরং নিজের বাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে বসে রইলেন তিনি। সঙ্গে করিম চৌধুরীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি না। কোনও দিন দেখা হয়নি।
এদিন করিম চৌধুরী বলেন, জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল যা শুরু করেছেন তা আমি মানব না তা আগেই জানিয়ে দিয়েছিলাম। আমি নিজেকে বিদ্রোহী বিধায়ক বলে ঘোষণা করেছি। তার পরও আমার সঙ্গে কথ🦩া বলতে দলের তরফে কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি।
১২ বারের বিধায়ক করিম চৌধুরীর দাবি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি না। ﷽তাঁর সঙ্গে কখনও দেখা হয়নি। তাঁকে শুধু টিভিতে আর মোবাইল ফোনে দেখেছি। তাঁর সভয় আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি। আর আমন্ত্রণ না জানালে যাওয়ার প্রশ্ন নেই। আমি আমার বাড়িতে বসে আছি। অভিষেকবাবু আমাকে নিজে ডেকে নিয়ে গেলে যাব। তবে সারা দিনে সেই সুযোগ তৈরি হয়নি। এদিন করিম চৌধুরী ছাড়া অভিষেকের সভায় হাজির ছিলেন জেলার প্রায় সব নেতাই।