গত ১৭ নভেম্বর অর্থাৎ রবিবার পাটনার গান্ধ⛄ী ময়দানে ‘পুষ্পা টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নির্মাতারা। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানে আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানাকে এক ঝলক দেখার জন্য বহু দূর থেকেꦯ মানুষ ভিড় জমাতে শুরু করেন।
(আরও পড়ুন: কেবল SVF সিনেমাতেই ২ কোটির ꦫব্যবসা বহুরূপীর! সঙ্গে আবিরের জন্মদিন, কেক কেটে চলল জোড়া সেলিব্রেশন)
অনুষ্ঠান শুরুর দিকে ভিড় ততটা না থাকলেও ধীরে ধীরে শুᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরু হয় মানুষের কোলাহল। একসময় পরিস্থিতি বেরিয়ে যায় হাতের বাইরে। তারকা যুগলকে একবার দেখার জন্য সাউন্ড⛎ টাওয়ারের ওপর উঠে পড়ে লোকজন। মানুষের ভিড়ে পদপৃষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়।
একটা সময় এমন আসে যখন উপস্থিত ভক্তদের মধ্যে কিছু মানুষ ব্যারিকেট ভেঙে এগিয়ে যায় এবং তারকাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। বাধা দিতে চাইলে হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠে তারা, ছুটতে শুরু করে জুতো এবং🅷 স্লিপার।
সারারাত ব্যাপী আয়োজিত এই🍰 অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অবশেষে মানুষের ওপর লাঠিচার্জ করতে বাধ্য হন পুলিশ।
(আরও পড়ুন: নেলপলিশ দিয়ে চশমা রং করতেন ন♌ির্মলা মিশ্র! সারেগামাপায় জোজো বললেন, ‘ওঁর লাল রঙের প্রতি অবসে🐻শন ছিল’)
এই প্রসঙ্গে পাটনার সি♒নিয়র সুপারিটেনডেন্ট অফ পুলিশ রাজিব মিশ্র বলেন, ‘সবার ওপর লাঠিচার্জ করেনি পুলিশ। যারা ব্যার♎িকেট অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকেই সরিয়ে দেওয়া হয়েছে। সবকিছুই আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।’