সারেগামাপায়🌳 এদিন এক খুদে প্রতিযোগী সৃজিতা নির্মলা মিশ্রর গান গেয়ে শোনায়। আর তারপরই প্রয়াত গায়িকার স্মৃতিচারণে ডুব দিতে দেখা যায় এদিন সমস্ত বিচারকদের। বিশেষ করে জোজো তাঁর 'নির্মলা মাসি'কে নিয়ে অনেক কথাই সকলের সঙ্গে ভাগ করে নেন।
কী ঘটেছে সারেগামাপায়?
এদিন সেই খুদে🧔 প্রতিযোগী সৃজিতার পারফরমেন্সের পর জোজো তার উদ্দেশ্যে বলেন, 'নির্মলা মিশ্রর লাল রংটা খুব পছন্দের ছিল। এবং শুধু লাল রং নয়, লাল রঙের লিপস্টিক, লাল রঙের চশমা পরতেন।' কৌশিকী চক্রবর্তীও বলেন, 'চশমাটা উনি লাল নেলপলিশ দিয়ে রং করতেন।' জবাবে জোজো ফের বলেন, 'হ্যাঁ, তখন তো এত রকল ফ্রেম পাওয়া যেত না। নেলপলিশ দিয়ে চশমা লাল রং করতেন। এত লাল রংটাকে ভালোবাসতেন।' জোজো এবং কৌশিকীর কথাযᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ় চমকে ওঠেন শান্তনু মৈত্র। বলেন, 'হ্যাঁ? সত্যিই?'
আরও পড়ুন: 'রোজ সকালে বাড়িত♑ে...' রবীন্দ্র সরোবরে গিয়ে চা নয়, ফিট থাকতে গ্লো বজায় রাখতে কী খꩲেলেন রচনা?
অন্যদিকে অন্তরা মিত্র জানান নির্মলা মিশ্র সবসময়ই ক্যাটস আই চশমা পরতেন। জোজো পরিশেষে✃ বলেন, 'নির্মলা মাসি রেড ডোর ছাড়া কোনও সুগন্ধি ব্যবহার করত না। লাল রঙটার প্রতি ওঁর একটা অবসেশন ছিল। আজ উনি যেখানেই থাকুন তোর গান শুনেছেন। খুশি হয়েছেন। আশীর্বাদও করেছেন। ভালো হয়েছে গান, তবে আরও ভালো হতে পারত।' প্রসঙ্গত নির্মলা মিশ্র ২০২২ সালের ৩১ জ☂ুলাই না ফেরার দেশে পাড়ি দেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে জীবনাবসান হয় তাঁর।
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে আছেন ৮ জন বিচারক। এবারের এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ🌠্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।
আরও পড়ুন: 'দিন রাত এক করে…', কেবল গানের লিরিক্স নয়, পুষ্পা ২ বাংলা ভার্সনের স্ক্রিপ্ট লিখেছেন শ্রীজ🔯াত!