সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূলি দুষ্কৃতীদের হাতে ED আধিকারিদের আক্রান্ত হওয়ার ঘটনাকে অনভিপ্রেত বললেও ঘটনায় তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের যুক্ত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের ল🐎োকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ‘প্রশাসনিক বৈঠক’ শেষে সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি। অভিষেক বলেন, ইডি যে তল্লাশিতে যাচ্ছে তা পুলিশ জানতে পারল না কিন্তু সংবাদমাধ্যম জেনে গেল কী করে?
এদিন অভিষেক বলেন, শেখ শাহজাহান কী করেছে? ঘটনা যেদিন ঘটেছে সেদিন শেখ শাহজাহান ছিল বলে জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি। আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত। এই ঘটনাটা না ঘটলেই ভালো হত। যে ঘটনাটা তার বাড়ির বাইরে ঘটেছে সেটা কে ঘটিয়েছে সেটা তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং কেস তো বিচারাধীন। ইডি মামলা করেছে। সিট গঠন করে তদন্তও হচ্ছে। যতক্ষ♈ণ না তদন্তে কোনও ফয়সলা হচ্ছে ততক্ষণ আমি ඣকী করে বলতে পারি এর পিছনে কে আছে?
এর পরই অভিষেক বলেন, ‘মমতা বন্দ্যোপ𓄧াধ্যায় একটা কথা বলেছিলেন। পুলিশকে না জানালে কিন্তু সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে? আর তার পর যদি কিছু ঘটে তাহলে তার দায় কি পুলিশকে দেওয়া যায় না।’ অভিষেক প্রশ্ন করেন, ‘কলকাতা থেকে সাত সকালে ইডি আধিকারিকরা পৌঁছনোর কয়েক মিনিটের মধ্যে সংবাদমাধ্যম সেখানে পৌঁছে গেল। কিন্তু স্থানীয় পুলিশ জানতে পারল না। 🎉আমি কোনও ঘটনা সমর্থন করছি না। যেটা হয়েছে শুধু সেটা বলছি’।