পিকনিকের আনন্দ বদলে গেল বিষাদে। পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা আলিপুরদুয়ারে। শুক্রবার সকালে মাদারিহাটের এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। একটি বাসে চেপে তারা প♊িকনিক করতে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই বাসের ধাক্কা। তার জেরে বাসে থাকা ২৫জন মারাত্মকভাবে জখম হয়েছেন বলে খবর। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারাই প্রথমে জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।মাদারিহাট থানার পুলিশও ঘটনাস্থলে আসে। আশঙ্কাজনকদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। ঠিক কী হয়েছিল ঘটনাটি?
স্থানীয় সূত্রে খবর, কামাক্ষ্যাগুড়ি মধ্য পারোকাটা থেকে বাসটি পিকনিক করতে যাওয়ার জন্য বেরিয়েছিল। আনন্দে ভরপুর ছিল গোটা বাস। অনেকেই পরিবার নিয়ে পিকনিক করতে ✅যাওয়ার জন্য বাসে চেপেছিলেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে বাসটি চলছিল। কনকনে ঠান্ডার মধ্যে হালকা কুয়াশাও ছিল। আচমকাই বিরাট বিপত্তি। প্রচন্ড শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দরারা। তাঁরা এসে দেখেন বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। যন্ত্রণায় কাতরাচ্ছে সাধারণ মানুষ। তারাই প্রথমে ব♎াসিন্দাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অনেকেরই মাথা ফেটে গিয়েছে। হাতে পায়ে মারাত্মক চোট লেগেছে অনেকের। পিকনিকের আনন্দ বদলে গিয়েছে আতঙ্কে। রক্তে ভেসে যায় গোটা এলাকা। দুমড🌠়ে মুচড়ে গিয়েছে বাসের সামনে অংশ। একেবারে মুখোমুখি🌳 সংঘর্ষ। ঠিক কী হয়েছিল ঘটনাটি?
জখম এক ব্য়ক্তি জানিয়েছেন, মাদারিহাট পেরিয়ে রাস্ত✱ার সাইডে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। আচমকাই সামনে অপর একটি ট্রাক চলে আসে। তখনই বাসের সঙ্গে ট্রাকের মারাত্মক সংঘর্ষ হয়। অন্তত ৪০ জন জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বাসিন্দারা জানিয়েছেন অনেকের মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছে। হাতের আঙুল কে✱টে গিয়েছে। পায়ে মারাত্মক আঘাত। একেবারে ভয়াবহ পরিস্থিতি। যন্ত্রনায় কাতরাচ্ছেন তারা।
এক স্থানীয় বাসিন্দা বলেন, বীরপাড়া থেকে মাদারিহাটের দিকে যাচ্ছিল ট্রাকটা। উলটো দিক থেকে আসছিল পিকনিকের বাসটি। একেবারে মুখোমুখি ধাক্কা লাগে। ঘোরার মুখে বাসটির সঙ্গে ট্রাকের🉐 ধাক্কা লাগে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মনে হয় নিয়ন্ত্রণ রাখতে না পেরেই দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। তবে বাসের সামনের অংশটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসের মধ্যেই লোকজন ছিটকে পড়েছে। অনেকের মাথা ফেটে গিয়েছে।