পুজোর মিটলেই লোকসভা ভোটকে পাখির চোখ করে মাঠে নেমে পড়বে রাজনৈতিক দলগুলি। বিজেপি তার অন্যথা করবে না। রাজ্য সরকারের বিরুদ্ধে অলআউট খেলে কী ভাবে প্রচারে করা হবে তার কর্ম পরিকল্পনাও তৈরি হয়ে গিয়েছে বলে গেরুয়া শিবিরের সূত্রের খবর। তবে দিল্লির মাথা ব্যথা রাজ্য বিজেপির অন্দরে দলীয় কোন্দল। তাই পুজো শেষ হলেই কর্মসমিতির বৈঠক করবেন জেপি নড্ডা। দলীয় সূত্রে জানা 🎃যাচ্ছে, এই কর্মসমিতির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিভিনꦏ্ন জেলায় দলের কোন্দল প্রকাশ্যে এসেছে। জেলা নেতাদের সঙ্গে রাজ্যস্তরের নেতাদের সমন্বয়ের অভাব নজরে এসেছে। বার বার বলা সত্ত্বেও এখনও বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করা যায়নি। মণ্ডল স্তরের অবস্থাও ঢিলে ঢালা। এই পরিস্থিতিতে কর্মসমিতির বৈঠকে নড্ডা কড়া বার্তা দিতে পার꧑েন রাজ্য ও জেলাস্তরে নেতাদের।
লোকসভা ভোট অবধি রাজ্যে সংগঠন দেখার দায়িত্বে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তিনি রাজ্য নেতাদের কাজকর😼্মে খুশি নন। তিনি সম্প্রতি বোলপুর সাংগঠনিক জেলা কমিটি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ ছিল, কমিটি তৈরির ক্ষেত্রে কাজের নয়, কাছের মানুষকে বসানো হয়েছে। এমন কী তিনি ফেসবুকে দলের রাজ্য নেতাদের উদ্দেশ করে 'ঘর শক্র বিভীষণ' মন্তব্যও করেছেন। দিল্লিতেও এই বার্তা পৌঁছেছে। সে দিক থেকে দেখলে পুজোর পর কর্মসমিতির বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।
(পড়তে পারেন। পঞ্চায়েতဣ ভোটের ৩ মাস পর হাইকোর্টের রায় জয়ী কংগ্রেস প্রার🌜্থী)