আলু চাষের জন্য প্রয়োজনীয় এনপিকে (১০:২৬:২৬) সার কেন্দ্র পর্যাপ্ত পরিমাণে পাঠায়নি বলে অভিযোগ তুলেছে রাজ্য। তাতে আশঙ্কা ছিল ✤যে সারের কালোবাজারি বাড়তে পারে। সেই আশঙ্কায় সত্যি হল। দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে সারের কালোবাজারি করার অভিযোগ উঠেছে। চড়া দামে বিক্রি করা হচ্ছে সার। যার ফলে সার কিনতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা। এই অবস্থায় সারের কালোবাজারি রুখতে অভিযান চালাচ্ছে প্রশাসন। জেলায় এখনও পর্যন্ত ৬২ জন সার ব্যবসায়ীকে শোকজ করেছে কৃষি দফতর। এছাড়াও চার ব্যবসায়ীকে সার বিক্রি না করার নোটিশ দেওয়া হয়েছে। সারের কালোবাজারি নিয়ে পালটা তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কেন্দ্র সরকারকে চিঠি দেবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: রাজ্যকে পর্যাপ্ত সার পাঠায়নি কেন্🔥দ্র, বাংলায় আলু চাষে ⛦ক্ষতির আশঙ্কা
সুকান্ত মজুমদারের অভিযোগ, পুলিশ এবং তৃণমূল নেতাদের মদতে সারের কালোবাজারি চলছে। ইতিমধ্যেই 👍সারের কালোবাজারি রুখতে অভিযান চালাচ্ছে কৃষি দফতর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সারের দাম নিয়ন্ত্রণ রাখতে এবং কালোবাজারি রুখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বালুরঘাট ব্লকের ৫০ জন সার ব্যবসায়ীর সঙ্গে সম্প্রতি জেলা প্রশাসন এবং কৃষি দফতরের আধিকারিকরা বৈঠক করেছেন। ওই বৈঠকে সারের দাম নিয়ন্ত্রণ এবং কালোবাজারির বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, এর আগেও এই সময় দক্ষিণ দিনাজপুরে সারের কালোবাজারির অভিযোগ উঠেছিল। এই সময় সাধারণত এনপিকে সারে চাহিদা বেশি থাকে। যার ফলে এই সময় এই সারের দাম বৃদ্ধি পায়। তাই সারের দাম নিয়ন্ত্রণে বিকল্প সার বিক্রির পরামর্শ দিয়েছে কৃষি দফতর। এর পাশাপাশি কৃষকদেরও সচেতন করা হচ্ছে। দাম বেশি থাকায় সার কিনতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়ছেন চাষিরা। প্রসঙ্গত, শুধুমাত্র বালুরঘাটেই অভিযান চালিয়ে চার সার ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে। এই অবস্থায়💟 কৃষকরা প্রশাসনের কাছে সারের কালোবাজারি রুখতে আর্জি জানিয়েছেন।