ভুটানে যেতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন ভারতীয় পর্যটকরা। এমনকী ভারতীয় গাড়ির চালকদের মারধরও করা হয়। অভিযোগ উঠেছে ভ𒊎ুটানের গাড়ির চালকদের সিন্ডিকেটের দৌরাত্ম্যের ফলে এই ঘটনা ঘটেছে। সেখানকার চালকরা অত্যাধিক ভাড়া চাওয়ার পাশাপাশি তাদের গাড়িতেই যেতে হবে বলে দাবি করেন। এই নিয়ে আপত্তি জ♚ানালে ভারতীয় পর্যটকদের ভুটানে ঢুকতে বাধা দেন সেদেশের চালকরা। যার ফলে তীব্র সমস্যায় পড়েন পর্যটকরা।
আরও পড়ুন: সৌর ও জলবিদ্যুৎ প্রকল্পে হাত অনিল আম্বানির, ভুটানে রিলায়েন♓🅷্সের বড় ব্যবসা শুরু
জানা গিয়ে🌞ছে, ওই পর্যটকরা জলগাঁও দিয়ে ভুটানে প্রবেশের অনুমতি নিয়েছিলেন অনলাইনে স্ক্যানিং করে। তারা ফুন্টসিলিং ঘুরতে যাচ্ছিলেন। তবে ভুটানে ঢুকতেই সে দেশের গাড়ি চালকরা দাবি করেন যে তাদের গাড়িতে যেতে হবে। শুধু তাই নয় ফুন্টসিলিং যাওয়ার জন্য মাথাপিছু সাড়ে তিন হাজার টাকা করে চেয়ে বসেন চালকরা। যদিও পর্যটকরা জানান, তাদের কাছে গাড়ি রয়েছে। তা সত্ত্বেও সে দেশের গাড়ি চালকরা আপত্তি জানান। উল্লেখ্য, চারটি গাড়িতে করে পর্যটকরা ভুটানে যাচ্ছিলেন। তখন ভারতীয় পর্যটকরা ৪ হাজার টꦫাকা দিয়ে তাদের গাড়ি ঢুকতে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু, সেই অনুরোধ শোনেননি ভুটানের গাড়ির চালকরা।
এরপরে ভারতীয় গাড়িচালকদের পথ আটকায় ভুটানের চালকরা। অভিযোগ, এনিয়ে বꦓচসার জেওরে ভারতীয় গাড়ির চালকদের মারধর পর্যন্ত করা হয়। শেষ পর্যন্ত আতঙ্কে পর্যটকরা ভুটানে ঢোকেননি। তারা ফিরে আসেন। এরপর জলগাঁও থানায় তারা অভিযোগ জানান।