সদ্যোজাতের মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। এমন অভিযোগ উঠেছে, বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। 🌳মৃত শিশুর পরিবারের অভিযোগ, প্রথমে বলা হয়েছিল সিজার করে সন্তান প্রসব করানো হবে। কিন্তু, তার পরিবর্তে সাধারণ ডেলিভারি করা হয়। আর শুধু তাই নয়, প্রসূতি প্রসব যন্ত্রণায় ছটফট করার সময় চিকিৎসক, ন𝓡ার্সদের ডাকা হলেও তারা পোশাক বদল করতেই ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। এমন অভিযোগকে কেন্দ্র করে ওই শিশুর পরিবারের সদস্যরা বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন: ইসলামপুরে একসঙ্গে জন্মেছিল ৫ শি𒁃শু, মৃত্যু ৪ জনের, আশঙ্কাজনক পঞ্চম
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রসূতির নাম মুন্নারা খাতুন। তিনি বালুরঘাট ব্লকের নাজিরপুর যশাহারের বাসিন্দ। প্রসব যন্ত্রণা ওঠায় গত ১৮ মে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর🅰তি করানো হয়। তখন পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়েছিলেন সিজার করে ডেলিভারি হবে। কিন্তু, এর পরের দিন ঘটে বিপত্তি। সিজার করে ডেলিভারির বদলে নর্মাল ডেলিভারি হয় সদ্যোজাতের। তখন শিশুর পেটে কোনওভাবে নোংরা চলে যায়। তারপরে শিশু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় প্রথমে শিশুকে এসএনসিইউ-তে ভরতি করা হয়। তবে গতকাল রাতে শিশুর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। তাতে পরিস্থিতি উৎপত্তি হয়ে উঠলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।
পরিবারের সদস্যদের অভিযোগ প্রসব যন্ত্রণা ওꦑঠার পর তারা বারবার নার্সদের ডাকতে গিয়েছিলেন। কিন্তু নার্সরা তাতে গুরুত্ব না দি𓆉য়ে নিজেদের পোশাক বদলেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাছাড়া, বারবার ডাকার ফলে তারা বিরক্ত প্রকাশ করেন। তবে দেরি হওয়ার ফলে শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে বলে অভিযোগ পরিবারের।
পড়ুনঃ অপুষ্টিজন♚িত কারণে শিশুর মৃত্যু, রাজনৈཧতিক তরজা শুরু হতেই তদন্তের নির্দেশ
পরিবারের আরও অভিযোগ, তারা চিকিৎসকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু, হাসপাতালের না꧅র্স এবং কর্মীরা কথা বলতে দেননি। এমনকী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার পরে শিশুর পরিবারের তরফে হাসপাতালের কাছে অভিযোগ জানানো হবে। সুপার জানিয়েছেন, অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।