নার্সিং কোর্সে ভরতির পরীক্ষার গণ্ডি পার করতে পারেননি কলেজ ছাত্রী। সেই তরুণীকে সরকারি নার্সিং কোর্সে ভরতি করিয়ে দেওয়ার নাম করে সাইবার প্রতারণার অভিযোগ উঠল। সবমিলিয়ে ছাত্রীর কাছ থেকে প্রায় ১ লক্ষ ৮২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোဣগ উঠেছে। মালদার মানিকচকে সাইবার প্রতারণার শিকার হয়েছেন ওই ছাত্রী। ঘটনায় মানিকচক থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার।
আরও পড়ুনঃ স🦩ুব্রত বক্সির জামাই পরিচয় দিয়েই চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ১
জানা গিয়েছে, ওই ছাত্রী গত বছর জিএনএম ও এএনএম কোর্সে ভরতির জন্য পরীক্ষা দিয়েছিলেন। তবে সেইসময় তিনি উত্তীর্ণ হতে পারেনি। পরে তা🍷ঁর এক বান্ধবী তাঁকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করলে নার্সিং কোর্সে ভরতির সুযোগ পাবেন বলে জানিয়েছিলেন তাঁর সেই বান্ধবী। প্রথমে তাতে আগ্রহ দেখাননি ছাত্রী।&nbജsp;
তাঁর দাবি,𒐪 গত ডিসেম্বরে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপারে থাকা ব্যক্তি নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেন। ছাত্রীকে নার্সিং কোর্সে ভরতির প্রস্তাব দেন ওই ব্যক্তি। সেক্ষেত্রে তাঁকে প্রথমে ২,৫০০ টাক𝔍া অনলাইনে দিয়ে নাম নথিভুক্ত করতে বলেন ওই ব্যক্তি। কিন্তু, প্রস্তাবে প্রথমে ছাত্রী রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা দিয়ে দেন । তারপর থেকেই শুরু হয় সেই প্রতারণার চক্র।