হাতে গোছা লাঠি নিয়ে রাস্তায় ফেলে তরুণীকে বারবার সজোরে আঘাত করছে এক যুবক। আর চিৎকার করছেন তরুণী। মারের চোটে তরুণী মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। কোনও প্রতিবাদ না করেই সেই দৃশ্য উপভোগ করছে সাধারণ মানুষ। এমনই বর্বর, মধ্যযুগীয় ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের চোপড়া। অভিযোগ উঠেছে, যে যুবককে মারধর করেছে সে তৃণমূলের একজন নেতা। ওই যুবক এলাকায় ‘জেসিবি’ নামেই পরিচিত। এমন ঘটনার ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গি🐽য়েছে। সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে শেয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
আরও পড়ুন: মহিলাকে চুলের মুঠি ধরে গাড়িতে তোলার অভিযোগ পুরুষ পুল🌸িশে𒐪র বিরুদ্ধে, ক্লোজ ASI
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের দীঘলগাঁও এলাকায়। মহম্মদ সেলিমের এক্স হ্যান্ডেলে শেয়ার করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই যুবক তরুণীকে রাস্তায় ফেলে পশ্চাতদেশে বারবার সজোরে আঘাত করছে। তরুণীর প𒈔াশে এক যুবক বসে রয়েছে। তাকেও মারধর করছে জেসিবি। মারধরে দুজনেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর চারপাশে জড়ো হয়ে সেই দৃশ্য দেখছেন স্থানীয় মানুষজন। এমনকী মেয়েটির চুলের মুঠি ধরেও মারধর করতে দেখা যায়।
কেন মারধর করা হল?
জানা গিয়েছে, ওই তরুণী আসলে একজন গৃহবধূ। তিনি স্থানীয় বাসিন্দা। ভিডিয়োতে তার পাশে যে যুবককে দেখা যাচ্ছে সেই যুবকের সঙ্গেই💯 তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন। তাই নিয়ে গ্রামে একটি সালিশি সভা ডাকা হয়েছিল। যার নাম দেওয়া হয়েছিল ‘ইনসাফ সভা’। সেই সভার নেতৃত্বে ছিল বাহুবলি জেসিবি। সেখানেই দুজনকে নৃশংসভাবে অত্যাচার করা হয়। শুধু তাই নয়, দুজনকে আর্থিক জরিমানা করা হয় বলেও জানা গি🎉য়েছে। আরও জানা গিয়েছে, গ্রামে প্রায়ই সালিশি সভা ডাকা হয়।
এ দিনের ঘটনার ভিডিয়ো মোবাইলে রেকর্ড করে বেশ কয়েকজন। পরে সমাজ মাধ্যমে শেয়ার করে। সেই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন সেলিম। তিনি লিখেছেন, ‘বিচার থেকে শাস্তি নিজের হাতেই সম্পন্ন করল তৃণমূলের দুষ্কৃতী। যার ডাক নাম জেসিবি। কাঙ্গারু কোর্টেও এমনটা করা হয় না। আক্ষরিক অর্থে ম𝓀মতার শাসনে চোপড়ায় চলল বুলডোজার বিচার।’ এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি ,পুলিশকে খতিয়ে🎀 দেখতে বলা হয়েছে। জেসিবি বা যেই হোক না কেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে। বিজেপির বক্তব্য, রাজ্যে এই ধরনের অজস্র ঘটনা ঘটে। কিন্তু সেগুলিকে চেপে দেওয়া হচ্ছে।