গুজরাতের গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা নির্ভর চলচ্চিত্র ‘দ্য সবরমতী রিপোর্ট’ দেখতে দল বেঁধে গেলেন বিজেপি বিধায়করা। সো🅠মবার বিকেলে শুভেন্দু অধিকারীর নেত๊ৃত্বে নিউ টাউনের সিটি সেন্টার ২এ ছবিটি দেখতে যান বিজেপির প্রায় ৫০ জন বিধায়ক।
গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় ৫৯ জন হিন্দু তীর্থযাত্রীর। সেই ঘটনার পর গুজরাতের বিস্তীর্ণ এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়ায়। যাতে মৃত্যু হয় ৩ হাজারের বেশি মানুষের। সবরমতী এক্সপ্রেসে আগুন লেগেছিল না লাগানো হয়েছিল তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। সেই প্রেক্ষাপটে বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে ‘দ্য সব🌼রমতী রিপোর্ট’।
এদিন সিনেমা দেখতে ঢোকার সময় শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনাকে নিয়ে দশকের পর দশক অপপ্রচার চলছে। আমাদের প্রধানমন্ত্রীক𝔉ে নানা অপবাদ দেওয়া হয়েছে। এ𝓡বার সাধারণ মানুষ সত্যিটা জানতে পারবে। আমার সঙ্গে প্রায় ৫০ জন বিজেপি বিধায়ক রয়েছেন। আমরা সবাই মিলে সিনেমাটা দেখব।
তবে ‘দ্য সবরমতী রিপোর্ট’ মোটেও চলচ্চিত্র সমালোচকদের মন জিততে পারেনি।💟 সিনেমাটিকে পাঁচের 🔯মধ্যে ১.৫ থেকে ৩.৫ নম্বর দিয়েছেন ফিল্ম সমালোচকরা।